For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেস আয়োজিত নেহরুর জন্মবার্ষিকী অনুষ্ঠানে ব্রাত্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Google Oneindia Bengali News

কংগ্রেস আয়োজিত নেহরুর জন্মবার্ষিকি অনুষ্ঠানে ব্রাত্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
নয়াদিল্লি, ১২ নভেম্বর : ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর ১২৫ তম জন্মবার্ষিকি উপলক্ষে রাজধানীতে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে কংগ্রেস। অন্যান্য দেশ থেকে ১৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও এই অনুষ্ঠানে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা তাঁর দল বিজেপিকে আমন্ত্রণ জানানো হয়নি। আর এই ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে বিতর্ক।

কংগ্রেসর অবশ্য সাফাই শুধুমাত্র কংগ্রেসের সমমনষ্ক রাজনৈতিক দলগুলিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। দু'দিনের এই সম্মেলন প্রসঙ্গে বলতে গিয়ে কংগ্রেস নেতা আনন্দ শর্মা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা তাঁর দল বা বিজেপির অন্য কোনও জোটসঙ্গীকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে না।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা জানিয়েছেন, আমন্ত্রণের তালিকায় চীনের কমিউনিস্ট পার্টি রয়েছে। বহু আন্তর্জাতিক নেতাই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে সম্মতি জানিয়েছেন বলেও জানিয়েছেন আনন্দ শর্মা। আন্তর্জাতিক রাজনৈতিক দলগুলির পাশাপাশি দেশের বেশ কিছু রাজনৈতিক দলকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

চলতি বছরে লোকসভা নির্বাচনে কুৎসিতভাবে হারের পরে এই প্রথমবার আঞ্চলিক নেতাদের কাছে পৌছনোর চেষ্টা করছে কংগ্রেস। আঞ্চলিক নেতাদের পাশাপাশি কংগ্রেস আন্তর্জাতিক নেতাদের কাছে টানার চেষ্টা চালাচ্ছে বলেও মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

এদিকে গত রবিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রসারণ ও ২১ নয়া মন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আমন্ত্রণ জানানো হয়েছিল। যদিও সেই অনুষ্ঠানে সোনিয়া গান্ধী বা মনমোহন সিং কেউই উপস্থিত ছিলেন না।

নেহেরুর ১২৫ তম জন্মবার্ষিকি উপলক্ষে কেন্দ্রীয় সরকার স্বতন্ত্রভাবে অন্য একটি অনুষ্ঠানের আযোজন করবে। এর জন্য সংশ্লিষ্ট কমিটি ভেঙে নতুন কমিটি গড়েছেন এবং তাতে গান্ধী পরিবারের কোনও সদস্যকেই রাখা হয়নি। মনমোহন সিংয়ের বদলে এই কমিটির নেতৃত্বে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কমিটিতে কংগ্রেসের গুলাম নবি আজাদ,মল্লিকার্জুন খার্গে এবং করণ সিংকে রাখা হয়েছে।

English summary
No Invitation to PM Narendra Modi in Congress Event to Mark Nehru's Birthday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X