For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে 'তীব্র' ভূমিকম্প নিয়ে 'নাসার এসএমএস' ভুয়া, জানাল কেন্দ্র

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি : ভারতে আর ভূমিকম্পের পূর্বাভাস নেই, রবিবার রাতে একথা জানিয়ে দিল ভারত সরকার। একইসঙ্গে কেন্দ্রের তরফে এও আবেদন জানানো হয়েছে, উত্তরভারতে নাসার তরফে তীব্র ভূমিকম্পের পূর্বাভাস আছে বলে যে 'ভুয়া 'বার্তা সোস্যাল মিডিয়া ও ম্যাসেঞ্জারে ছড়ানো তাতে বিশ্বাস না করতে।[ নেপাল ভূমিকম্প: 'অপারেশন মৈত্রী' আরও জোরদার করা হল, যদিও অবিরাম বৃষ্টিতে ব্যহত উদ্ধারকাজ]

ভারতীয় আবহাওয়া দফতরের ভূকম্পনবিদ আইএনএস-কে জানিয়েছেন, "নাসা ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারে না। তাই নাসার নাম দিয়ে যে বার্তা ছড়ানো হচ্ছে তা অবশ্যই ভুয়ো। এই ধরণের বার্তা শুধুমাত্র চাঞ্চল্য ছড়ানোর জন্যই পাঠানো হচ্ছে।" [ এভারেস্টে তুষারধ্বসে ৬৫ জনের মৃত্যু, জোরকদমে চলছে উদ্ধারকার্য]

ভারতে 'তীব্র' ভূমিকম্প নিয়ে 'নাসার এসএমএস' ভুয়া, জানাল কেন্দ্র

সমস্ত গুজব উড়িয়ে আবহাওয়া দফতর জানিয়েছে, কেন্দ্রীয় সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এমন কোনও সতর্কতা পায়নি। আবহাওয়া দফতরের এক আধিকারিকের কথায়, "কোনও দেশ ভূমিকম্পের পূর্বাভাস করতে পারে না। প্রযুক্তি এখনও এতটা উন্নত হয়নি। চীনে এই নিয়ে কিছু গবেষণা চলছে ঠিকই কিন্তু এখনও তাঁরা কোনও সারমর্মে পৌঁছতে পারেনি।"

আসলে, শনিবার রাত থেকেই একটি টেক্সড ম্যাসেজ ভারতের বিভিন্ন অংশের বহু মানুষের ফোনেই আসতে শুরু করে। যাতে বলা হয়, "রাত ৮.০৬ মিনিটে আগামী ভূমিকম্পের সম্মুখীন হবে উত্তরভারত। রিখটার স্কেলে এর তীব্রতা হবে ৮.২। নাসার তরফে এই সতর্কবার্তা এসেছে। যতটা সম্ভভ এই ম্যাসেজটি বেশি সংখ্যক মানুষের কাছে ছড়িয়ে দিয়ে সতর্ক করুন।"

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই ধরণের এসএমএস-এর কোনও ভিত্তি নেই। ভূমিকম্প না এলে আগে থেকে কারোর পক্ষে এনিয়ে পূর্বাভাস দেওয়া সম্ভব নয়।

English summary
No Earthquake Forecast for India by NASA, Says Government
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X