For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিবিআই প্রধান বাছাই বৈঠক নিষ্ফলা, পেশ হল ৭০ জনের নাম

এদিন সিবিআই এর নতুন প্রধান বাছতে বৈঠকে বসেছিল তিন সদস্যের হাই পাওয়ার কমিটি।

  • |
Google Oneindia Bengali News

এদিন সিবিআই এর নতুন প্রধান বাছতে বৈঠকে বসেছিল তিন সদস্যের হাই পাওয়ার কমিটি। তার নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও লোকসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খারগে। তবে এদিনের বৈঠক নিষ্ফলা হয়েছে। পরের সপ্তাহে কোনও একসময় এই বৈঠক ফের হবে।

সিবিআই প্রধান বাছাই বৈঠক নিষ্ফলা, পেশ হল ৭০ জনের নাম

গত কয়েকমাসে সিবিআই নিয়ে ডামাডোল চলছে। সিবিআই এর স্থায়ী কোনও প্রধান এই মুহূর্তে নেই। এদিন সবমিলিয়ে মোট ৭০ জনের নাম পেশ করা হয়েছিল বলে জানা গিয়েছে।

মল্লিকার্জুন খারগে বলেছেন, ৭০-৮০ জনের নামের তালিকা কোনও বিবরণ ছাড়াই দেওয়া হয়েছিল। আমি ও প্রধান বিচারপতি দুজনেই বলেছি আমাদের আরও বিস্তারিত বিবরণ চাই। কে কোথায় কাজ করেছে, কিসে পারদর্শী ইত্যাদি সমস্ত বিবরণ চাই। ফলে পরের সপ্তাহে ফের হয়ত বৈঠক হবে।

এর আগে মোদীর নেতৃত্বে এই প্যানেলই ২:১ ভোটে অলোক বর্মাকে সিবিআই প্রধান পদ থেকে অলোক বর্মাকে সরিয়ে এম নাগেশ্বর রাওকে অন্তর্বর্তীকালীন ডিরেক্টর হিসাবে দায়িত্ব দেয়।

এখন মনে করা হচ্ছে, সিবিআই ডিরেক্টর পদে শিবানন্দ ঝা, ওয়াই সি মোদী, সুবোধ জয়সওয়াল, রিনা মিত্ররা এগিয়ে রয়েছেন। রিনা বাদে এদের সকলেরই গেরুয়া শিবির বা সংঘের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে অভিযোগ। এখন দেখার শেষ অবধি কাকে সিবিআই ডিরেক্টর পদে বেছে নেওয়া হয়।

English summary
No decision yet on CBI chief, Mallikarjun Kharge says 70 names presented
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X