For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনা পণ্যের উপর পূর্ণ নিষেধাজ্ঞা কেন্দ্রীয় মন্ত্রকের! বেজিংকে উচিত শিক্ষা দিতে কড়া পদক্ষেপ

Google Oneindia Bengali News

চিনা পণ্যের উপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করল রামবিলাস পাসোয়ানের নেতৃত্বাধীন খাদ্যমন্ত্রক। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্বয়ং বলেন, 'এখন থেকে আমাদের মন্ত্রকে আর কোনও চিনা পণ্য ঢুকবে না বা ব্যবহার করা হবে না।' এর জেরে ফের চিনা পণ্য বয়কটের দাবি জোরালো হল বলে মত বিশেষজ্ঞদের।

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত-চিনের মধ্যে তৈরি হয়েছে উত্তপ্ত পরিস্থিতি। গালওয়ান নিয়ে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে গিয়েছে। দফায় দফায় বৈঠকের পরও এখনও কোনও সমাধান সূত্র মেলেনি। এই আবহে সংঘর্ষের পর থেকেই চিনা পণ্য বয়কট করা নিয়ে গত কয়েক দিন ধরেই দেশের নানা প্রান্ত থেকে আওয়াজ উঠছে।

খাদ্যমন্ত্রকের বড় পদক্ষেপ

খাদ্যমন্ত্রকের বড় পদক্ষেপ

এরপরই কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান জানান, তাঁর উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রককে চিনা পণ্য কেনার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। প্রসঙ্গত, লাদাখ নিয়ে চিনের সঙ্গে সংঘাতের মাঝে সোমবার রাতেই টিকটক ও ইউসি ব্রাউজার-সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত সরকার।

ভারতের ভার্চুয়াল স্ট্রাইক

ভারতের ভার্চুয়াল স্ট্রাইক

এই মাসের শুরু থেকেই প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর পরিস্থিতির অবনতি হচ্ছিল৷ ভারত-চিন সংঘর্ষে শহিদ হন ২০ জন ভারতীয় সেনাকর্মী৷ তারপরই আলোচনা চলতে থাকে দুই দেশের মধ্যে৷ ভারতীয়রা চিনা পণ্য বয়কটের দাবি জানাতে থাকে৷ চিনের সঙ্গে বিভিন্ন চুক্তিও বাতিল করে ভারত সরকার৷ এরপর গতকালই টিকটক, উইচ্যাটের মতো ৫৯টি চিনা অ্যাপ দেশে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্র৷ তারপরই গুগল ও অ্যাপল সংস্থার তরফে প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে এই অ্যাপগুলিকে সরিয়ে দেওয়া হয়৷

সব বড় প্রোজেক্ট থেকে বাদ পড়ছে চিন

সব বড় প্রোজেক্ট থেকে বাদ পড়ছে চিন

লাদাখের অশান্ত পিরিস্থিতির মাঝে দেশের দুটি বড় প্রোজেক্ট থেকে আগেই বাদ দেওয়া হয় চিনা সংস্থাকে। অর্থমন্ত্রক ও বাণিজ্যমন্ত্রক উভয়ই চিনা পণ্যের রমরমার উপর পদক্ষেপ করতে শুরু করেছে৷ কারণ তা দেশীয় শিল্পগুলির ক্ষতি করছে৷ চিনের সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করে ভারতীয় রেলের ডেডিকেটেড ফ্রেইট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড।

চিনকে ভাতে মারার দাবি

চিনকে ভাতে মারার দাবি

লাদাখে ভারত-চিন সংঘর্ষের পরই চিনকে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করার চেষ্টা করছে ভারত৷ অ্যান্টি-ডাম্পিং অ্যাকশনের দিকে তাকিয়ে কমপক্ষে ১০০টি চিনা পণ্য৷ ৫জি বাজারের মতো বড় ও গুরুত্বপূর্ণ প্রকল্পে চিনা সংস্থাগুলির অংশগ্রহণ-সহ ভবিষ্যতে চিনের বিনিয়োগকেও নিষিদ্ধ করা হতে পারে৷

প্যাংগংয়ে এবারে টক্কর জলে! লাদাখে চিনা সেনা ধাওয়া করতে ভারতের ভরসা অত্যাধুনিক স্পিডবোটপ্যাংগংয়ে এবারে টক্কর জলে! লাদাখে চিনা সেনা ধাওয়া করতে ভারতের ভরসা অত্যাধুনিক স্পিডবোট

English summary
No Chinese goods in Center's food ministry amid Ladakh Face off said Ram Vilas Paswan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X