দিল্লির SBI এটিএম থেকে বেরল 'চিল্ড্রেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া'-র ২০০০ টাকার খেলনা নোট!
নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি : নোট বাতিলের পর থেকে এটিএম থেকে টাকা তোলা যেন সবচেয়ে বড় মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি আগের থেকে অনেক উন্নত হলেও, সমস্যা পুরোপুরি মেটেনি। তারই মাঝে নয়াদিল্লির সঙ্গম বিহারের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম থেকে বেরল ২০০০ টাকার খেলনা নোট।[মুম্বইয়ে অক্টোবরেই 'এপ্রিল ফুল' কলকাতার অভিনেত্রী]
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নয়, বরং এই নোটটি নাকি ভারতীয় মনোরঞ্জন ব্যাঙ্ক বা চিল্ড্রেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। গত ৬ ফেব্রুয়ারি এই ধরণের একাধিক খেলনা নোট বের হয়। কেন্দ্রীয় সরকারের জায়গায় এই নোটের প্রতিশ্রুতি দিয়েছে চিল্ড্রেন গভর্নমেন্ট।[(ভিডিও) নতুন ২০০০ টাকার নোট জলে ভিজলে কী হবে জানেন? দেখে নিন ভিডিও]

এছাড়াও এই নোটে টাকার চিহ্ন নেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের জায়গায় পিকে ছাপ। ২০০০ টাকার নোট-এর বদলে লেখা রয়েছে ২০০০ টাকার কুপন। অশোক চক্রের জায়গায় রয়েছে চুরন লেবেল।[বাংলাদেশেই ছাপানো হচ্ছে ভারতীয় নতুন ২০০০ টাকার জালনোট! জেরায় চাঞ্চল্যকর তথ্য]
এই ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে স্থানীয় সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই একই ভুলের মোট চারটি নোট বেরিয়েছে এটিএম থেকে।[ব্যাঙ্কের দেওয়া 'আসল' নোটে উধাও গান্ধী! নোট নিচ্ছে না কেউ, করুণ অবস্থা কৃষকের!]
রোহিত নামের জনৈক ব্যক্তি ৬ ফেব্রুয়ারি শুক্রবার এসবিআই-এর এই এটিএম থেকে ৮০০০ টাকা তোলেন। কিন্তু ৪টি ২০০০ টাকার নোটই জাল ছিল বলে অভিযোগ জানিয়েছেন। তবে এই এটিএম থেকে টাকা তোলা অন্য কোনও ব্যক্তির কাছ থেকে এমন অভিযোগ পাওয়া যায়নি বলে তদন্তের পর পুলিশ জানিয়েছে।[দুটি আলাদা ধরনের নতুন ৫০০ টাকার নোট ঘুরছে বাজারে, ছড়িয়েছে বিভ্রান্তি]
এই ঘটনার পিছনে কাদের হাত রয়েছে তা এখনও জানা যায়নি। ভারতীয় দণ্ডবিধির ৪৮৯ বি, ৪৮৯ ই এবং ৪২০ ধারায় এই ধরনের নোট ছাপা এবং জালিয়াতির মামলা দায়ের হয়েছ সঙ্গম বিহার থানায়। এই ঘটনার তদন্ত করার জন্য একটি তদন্তকারী দল পাঠাচ্ছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক।