For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

NDA- এ মন্ত্রিসভায় যোগ দিতে পারে নীতিশের দল JDU

NDA- এ মন্ত্রিসভায় যোগ দিতে পারে নীতিশের দল JDU

  • |
Google Oneindia Bengali News

বিহারে বিজেপি-নীতিশ জোট সরকার থাকলেও কেন্দ্রে NDA মন্ত্রিসভায় নেই জেডিইউ। ২০১৯ লোকসভা নির্বাচনে মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এনডিএ মন্ত্রিসভায় যোগ দেওয়া থেকে বিরত ছিল নীতিশের জেডিইউ৷ সূত্রের খবর এবার সেই অবস্থান থেকেই সরতে চলেছে তারা। বিহারের মুখ্যমন্ত্রী এবং জেডিইউ প্রধান নীতিশ কুমার মঙ্গলবার দিল্লিতে এসেছেন। তাঁর এই দিল্লি আসা নতুন করে জেডিইউর কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দেওয়ার জল্পনাকে বাড়িয়ে দিয়েছে।

NDA- এ মন্ত্রিসভায় যোগ দিতে পারে নীতিশের দল JDU

কী বলছেন জেডিইউ নেতা?

জেডিইউর ন্যাশনাল প্রেসিডেন্ট আর সি পি সিং সম্প্রতি সংবাদমাধ্যমে জানিয়েছেন, বিজেপি এখন ক্ষমতায় রয়েছে৷ আমরা (জেডিইউ) এনডিএর সহযোগী। আমরা বিহারে একসঙ্গে সরকার চালাচ্ছি। কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমাদের যোগ দেওয়া নিয়ে এত আশ্চর্য হওয়ার কিছু নেই। যদিও সিং এটাও বলেন যে এর সঙ্গে নীতিশের দিল্লিতে আসার কোনও যোগাযোগ নেই। এটা একেবারেই বিহারের মুখ্যমন্ত্রী ব্যক্তিগত কাজে দিল্লিতে আসা৷ পাশাপাশি জেডিইউর জাতীয় সচিব আরও বলেন, ১৯৯৬ থেকে বিজেপির সঙ্গে আমাদের সম্পর্ক৷ আমাদের দু'দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে৷ আমার যখন এনডিএর কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দেবো দু'দলের রাজনৈতিক বোঝাপোড়া একসঙ্গে আরও ভালো কাজ করবে৷ আমরা ইতিমধ্যে বিহারে ভালোভাবে একসঙ্গে কাজ করছি৷

জেডিইউর NDA মন্ত্রিসভায় আসা কতটা প্রভাব ফেলবে

নীতিশের দলের কাছে ১৬ লোকসভা সিট এবং ৫টি রাজ্য সভা সিট রয়েছে৷ যা এখনের এনডিএকে শক্তিশালী তো করবেই উপরন্তু আগামী ২০২৪ বিধাসভায় বিজেপিকে ভালো মাইলেজ দেবে৷ ২০২২ এ উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন রয়েছে৷ পূর্বাঞ্চলে এক শ্রেণীর ভোটারদের মধ্যে নীতিশের ভালো প্রভাব রয়েছে৷ স্বাভাবিকভাবেই নীতিশ NDA-র কেন্দ্রীয় মন্ত্রিসভায় এলে ইউপিতেও বল পাবে বিজেপি৷ এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।

English summary
Nitish's party JDU may join NDA Cabinet
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X