For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ উপনির্বাচনের ফল : বিহারের সেমিফাইনালে ব্যাকফুটে নীতীশ

আগামী বছর বিহারে বিধানসভা নির্বাচন, তার আগে সোমবার সেই রাজ্যে অনুষ্ঠিত হয় পাঁচটি বিধানসভা এবং একটি লোকসভা আসনে উপনির্বাচন। বিধানসভা নির্বাচনের আগে এই উপনির্বাচন রাজ্যের সেমিফাইনাল বলে মনে করা হচ্ছে।

Google Oneindia Bengali News

আগামী বছর বিহারে বিধানসভা নির্বাচন, তার আগে সোমবার সেই রাজ্যে অনুষ্ঠিত হয় পাঁচটি বিধানসভা এবং একটি লোকসভা আসনে উপনির্বাচন। বিধানসভা নির্বাচনের আগে এই উপনির্বাচন রাজ্যের সেমিফাইনাল বলে মনে করা হচ্ছে। সমস্তিপুর লোকসভা নির্বাচন ছাড়াও বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হয় রাজ্যের কিষাণগঞ্জ, নাথনগর, বেলহার, সিমরি বক্তিয়ারপুর এবং দারাউন্দা বিধানসভা আসনে।

নিজের গড় বাঁচিয়ে রাখতে অক্ষম নীতীশ

নিজের গড় বাঁচিয়ে রাখতে অক্ষম নীতীশ

যেই পাঁচটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়, সেই সবকটি আসনই এর আগে জেডিউ-র দখলে ছিল। তাই জোটসঙ্গী বিজেপিকে বাদ দিয়ে সবকটি আসনেই প্রার্থী দিয়েছিল নীতীশ কুমারের দল। তবে ভোটগণনার প্রাথমিক ফল আসতে শুরু করতেই স্পষ্ট হয় পাঁচটি আসন ধরে রাখা কঠিন হতে চলেছে জেডিউ-র পক্ষে। পাঁচটি আসনের মধ্যে মাত্র একটিতে জিতল নীতীশের দল। বাকি আসনগুলির একটাতে জিতল আসাদুদ্দিন ওয়েসির দল এআইএমআইএম। দুটিতে লালুর আরজেডি।

বিধানসভা উপনির্বাচনের বিস্তারিত ফল

বিধানসভা উপনির্বাচনের বিস্তারিত ফল

  • সিমরি বক্তিয়ারপুরে জিতলেন জেডিউ প্রার্থী লক্ষ্মীকান্ত মণ্ডল। এর আগে এই আসনটি জেডিউ-র দখলেই ছিল।
  • নাথনগর কেন্দ্রে জিতলেন আরজেডি প্রার্থী জাফর আলম। এই আসনে জেডিউ প্রার্থী অরুণ কুমারের সঙ্গে তাঁর হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এর আগে এই আসনটি জেডিউ-র দখলেই ছিল।
  • বেলহার কেন্দ্রে জিতলেন আরজেডি প্রার্থী রামদেও যাদব। এর আগে এই আসনটি জেডিউ-র দখলেই ছিল।
  • দারাউন্দা বিধানসভা আসনে জিতলেন নির্দল প্রার্থী করণজিৎ সিং। এর আগে এই আসনটি দখলে ছিল জেডিউ-র।
  • কিষাণগঞ্জে জিতলেন এআইএমআইএম-র প্রার্থী কামরুল হুদা। এর আগে এই আসনটি কংগ্রেসের দখলে ছিল।

লোকসভা উপনির্বাচন

লোকসভা উপনির্বাচন

লোকজনশক্তি পার্টি সু্প্রিমো রামবিলাশ পাশোয়ানের ভাই রামচন্দ্র পাসোয়ানের মৃত্যুতে উপনির্বাচন সমস্তিপুর লোকসভা কেন্দ্রের আসনটি খালি হয়ে যায়। সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় সেখানে। সেখানে জিতলেন এলজেপি প্রার্থী প্রিন্স রাজ।

<strong>রাজস্থানে কর্তৃত্ব বজায় কংগ্রেসের! ১ টি আসনে জয় বিজেপি সহযোগীর</strong>রাজস্থানে কর্তৃত্ব বজায় কংগ্রেসের! ১ টি আসনে জয় বিজেপি সহযোগীর

English summary
Nitish Kumar's JDU trail in three seats in the bypolls in Bihar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X