For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লক্ষ্মীসরাইয়ের ঘটনা নিয়ে বিধানসভায় স্পিকারের সঙ্গে বিবাদে জড়ালেন নীতীশ কুমার

লক্ষ্মীসরাইয়ের ঘটনা নিয়ে বিধানসভায় স্পিকারের সঙ্গে বিবাদে জড়ালেন নীতীশ কুমার

Google Oneindia Bengali News

সোমবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিধানসভার স্পিকার বিজয় কুমার সিনহার উপর চটে গেলেন, হারালেন মেজাজ। ক্ষুব্ধ নীতীশ কুমার বিজয় কুমার সিনহাকে সংবিধান অনুযায়ী হাউস চালাতে বলেন। স্পিকার তার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন, তবে বিহারের মুখ্যমন্ত্রী তাঁর দিকে আক্রমণ করে বলেন "আপনি কি এভাবে হাউস চালাবেন? আমরা এটি হতে দেব না। হাউসে আলোচনা এভাবে করা হয় না,"। এমনটাই নীতীশ কুমার বিজয় সিনহাকে বলেন। পরে সিনহা বিষয়টি স্পষ্ট করতে চেয়ে বলেন, তিনি আইনসভার অবমাননা হতে দেবেন না।

লক্ষ্মীসরাইয়ের ঘটনা নিয়ে বিধানসভায় স্পিকারের সঙ্গে বিবাদে জড়ালেন নীতীশ কুমার

স্পিকার বলেন।, "আপনারা আমাকে বিধানসভার স্পিকার বানিয়েছেন। কিন্তু এত উঁচু চেয়ারে বসেও আমি আমার এলাকার প্রশ্ন তুলতে পারি না। আমি একজন ইন্সপেক্টর, স্টেশন ইনচার্জ বা একজনের কথাও তুলে ধরতে পারি না। ,"
নীতীশ বনাম স্পিকার ঝগড়ার সূত্রপাত কী নিয়ে? জানা গিয়েছে, বিধানসভায় ভাষণ দিতে গিয়ে, বিজেপি বিধায়ক সঞ্জয় সারাওগি লক্ষীসরাই সংক্রান্ত একটি সমস্যা উত্থাপন করেছিলেন।

জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার দিন বদল, উচ্চ মাধ্যমিকের সূচি নিয়েও তৈরি হয়েছে সংশয় জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার দিন বদল, উচ্চ মাধ্যমিকের সূচি নিয়েও তৈরি হয়েছে সংশয়

সারাওগি বলেন, অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ওই মুহুর্তে সিনহা মন্তব্য করেছিলেন, "পুলিশ শুধু লক্ষীসরাইয়ের বিষয়টিকে গুরুত্ব সহকারে নিচ্ছে না। যতদূর সংবিধান সম্পর্কে জানি একজন মুখ্যমন্ত্রী আমাদের চেয়ে বেশি জানেন, আমি আপনার কাছ থেকে শিখি। বিষয়টি নিয়ে সংসদে তিনবার হট্টগোল হয়েছে।

আমি বিধায়কদের একজন কাস্টডিয়ান। সরকার কেন এই বিষয়টিকে গুরুত্বের সাথে নিচ্ছে না?" এতেই বিরক্ত হন নীতিশ কুমার। ঘটনাটি বিহারে এনডিএ অংশীদার ভারতীয় জনতা পার্টি এবং নীতীশের জনতা দল-ইউনাইটেডের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনাপূর্ণ সম্পর্কের যোগ করতে পারে।

English summary
nitish kumar got in to a clash inside house with the speaker inside bihar assembly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X