For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘রেশন দোকানে প্রধানমন্ত্রীর ছবি নেই কেন?’ ক্ষুব্ধ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

‘রেশন দোকানে প্রধানমন্ত্রী ছবি নেই কেন?’ ক্ষুব্ধ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

Google Oneindia Bengali News

ন্যায্যমূল্যে রেশন দোকানে প্রধানমন্ত্রী ছবি নেই কেন, জেলা শাসকের কাছে ক্ষোভ উগড়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দুই দিনের তেলেঙ্গানা সফরে গিয়েছেন নির্মলা সীতারমান। সেখানেই ন্যায্যমূল্যে রেশন দোকানে প্রধানমন্ত্রীর ছবি না থাকায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। তিনি উপস্থিত জেলা শাসককে জানিয়েছেন, প্রতিটি নায্যমূল্যে রেশন দোকানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি রাখা বাধ্যতামূলক। যদিও তেলেঙ্গানা সরকার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই মন্তব্যকে হাস্যকর বলে আখ্যা দিয়েছেন।

ক্ষুব্ধ কেন্দ্রীয় মন্ত্রী

ক্ষুব্ধ কেন্দ্রীয় মন্ত্রী

দুই দিনের তেলেঙ্গানা সফরে গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শুক্রবার তিনি কামারেডি জেলায় কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন। সেখানে বীরকুর গ্রামে যান। একটি রেশন দোকানের সামনে স্থানীয়দের সঙ্গে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা নিয়ে কথা বলেন তিনি। সেই রেশন দোকানে কোনও প্রধানমন্ত্রীর ছবি ছিল না। তাতেই তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এখানে রাজ্যের মানুষ এক টাকা কেজি করে চাল কিনতে পারছেন। তার সিংহভাগ কেন্দ্র বহন করে। সেক্ষেত্রে প্রতিটি রেশন দোকানে প্রধানমন্ত্রীর ছবি থাকা বাধ্যতামূলক।

ক্ষোভের মুখে জেলা শাসক

ক্ষোভের মুখে জেলা শাসক

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ক্ষোভের মুখে পড়েন তেলেঙ্গানার কামারেডি জেলার জেলাশাসক জিতেশ প্যাটেল। তিনি বলেন, এখানে ১ টাকা কেজি দরে সাধারণ মানুষকে চাল বিক্রি করা হয়। কিন্তু খোলা বাজারে এই চালের দাম প্রতি কেজি ৩০ থেকে ৩৫ টাকা। বেশিরভাগটাই কেন্দ্র বহন করে। তারপরেই তিনি জেলা শাসকের কাছ থেকে জানতে চায়, গ্রাহকদের এক টাকা কেজি দরে চাল বিক্রির ক্ষেত্রে রাজ্য সরকারের অবদান কতটা। সেই উত্তর তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে দিতে পারেননি। ঘটনায় নিজের ক্ষোভ চেপে রাখতে পারেননি নির্মলা সীতারমন।

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্দেশ

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্দেশ

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জেলা শাসক জিতেশ প্যাটেলকে নির্দেশ দেন, কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে যেখানে যেখানে চাল সরবরাহ করা হচ্ছে, সেখানে প্রধানমন্ত্রীর ছবি বা ফ্লেক্স রাখতেই হবে। এরপরেই তিনি জিতেশ প্যাটেলকে রাজ্যের সমস্ত রেশন দোকানে প্রধানমন্ত্রীর ফ্লেক্স বা ছবি রাখার নির্দেশ দেন। এছাড়া তিনি এক রেশন ডিলারের বিরুদ্ধে গ্রাহকদের ভয় দেখানোর অভিযোগ পান। এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন জেলাশাসককে ।

তেলেঙ্গানা সরকারের প্রতিক্রিয়া

তেলেঙ্গানা সরকারের প্রতিক্রিয়া

ঘটনায় তেলেঙ্গানার অর্থমন্ত্রী টি হরিশ রাও তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, 'এটা খুব হাস্যকর যে রেশন দোকানে প্রধানমন্ত্রীর ছবি নেই বলে সীতারামন ক্ষোভ প্রকাশ করছেন। তিনি রেশন দোকানে প্রধানমন্ত্রীর ছবি রাখার ওপর জোর দিচ্ছেন। এটা প্রধানমন্ত্রীর মর্যাদা ক্ষুন্ন ছাড়া আর কিছুই নয়। দেশে অনেক প্রধানমন্ত্রী শাসন করেছেন। কিন্তু এভাবে রেশন দোকানে প্রধানমন্ত্রীর ছবি রাখার জন্য কেউ জোর দেননি। বর্তমানে কেন্দ্র সরকার সস্তার কাজ করছে।'

শ'য়ে শ'য়ে অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে হিন্দুস্তান অ্যারোনটিক্স! আবেদন করতে হবে খুব তাড়াতাড়ি শ'য়ে শ'য়ে অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে হিন্দুস্তান অ্যারোনটিক্স! আবেদন করতে হবে খুব তাড়াতাড়ি

English summary
Nirmala Sitharaman become angry for missing PM Modi picture from fare ration shop
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X