For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Union Budget 2023: নির্মলার নয়া মাস্টারস্ট্রোক! বাজেট সংক্রান্ত সব তথ্য এক অ্যাপেই

বাজেট ঘোষণার ক্ষেত্রে গত দুবছর চমক দেখিয়েছেন নির্মলা সীতারমণ। পেপারলেস বাজেট পেশ করেছেন তিনিই। এবার আরও এক চমক ২০২৩ সালের বাজেটে।

  • |
Google Oneindia Bengali News

Union Budget 2023: প্রত্যেক বছরই বাজেট নিয়ে সাধারণ মানুষের একাধিক প্রত্যাশা থাকে! আর সেই প্রত্যাশা নিয়েই আগামী ১লা ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আগামী লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট মোদী সরকারের। ফলে এবার বাজেট কি হবে? জনমুখী না দেশের অর্থনৈতিক অবস্থাকে মাথায় রেখে ঘোষণা করা হবে সেদিকেই নজর দেশবাসীর। শুধু তাই নয়, এবার বাজেটে সাধারণ মানুষের একাধিক প্রত্যাশা রয়েছে। যেমন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, করে ছাড় সহ একাধিক দাবি উঠছে। এই অবস্থায় সরকার কি ঘোষণা করে সেদিকেই নজর সবার।

নির্মলার পেপারলেস বাজেট

নির্মলার পেপারলেস বাজেট

তবে এবার আম আদমির বাজেট যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছানো সম্ভব সেদিকে তাকিয়ে Mobile App লঞ্চ করে সরকার। যেখানে বাজেট সংক্রান্ত সমস্ত তথ্য খুব সহজেই পাওয়া যাবে। গত কয়েক বছর ধরে পেপারলেস বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। লাল ব্যাগে থাকা ট্যাব দেখেই বাজেট পেশ করছেন তিনি। এবারও তেমন ভাবেই বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেই সমস্ত তথ্য Union Budget Mobile App-এ পাওয়া যাবে বলে জানিয়েছেন নির্মলা সীতারমণই। পিডিএফের মাধ্যমে সহজেই তা ডাউনলোড করা সম্ভব।

এই সমস্ত ভাষাতে পাওয়া যাবে বাজেট তথ্য

এই সমস্ত ভাষাতে পাওয়া যাবে বাজেট তথ্য

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আগামী ১ লা ফেব্রুয়ারি ২০২৩ সালে Budget 2023 পেশ করবেন। বাজেট পেশের পরেই এই অ্যাপে চলে আসবে গোটা বাজেট। ইংরেজি এবং হিন্দিতে গোটা বাজেট সহজেই এই অ্যাপের মাধ্যমে পড়ে নেওয়া সম্ভব। এই অ্যাপ নিয়ে আসার ক্ষেত্রে বেশ কয়েকটি যুক্তি রয়েছে সরকারের। যেমন সরকার চায় বাজেট যাতে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে যায়। এমনকি জরুরি তথ্য বাজেট সংক্রান্ত পড়তে পারে সেজন্যেও এই অ্যাপ বলে জানানো হয়। National Informatics Centre- এই অ্যাপ তৈরি করে।

Union Budget Mobile App বৈশিষ্ঠ

এই অ্যাপ ডাউনলোড করার পর কোনও ধরণের লগ-ইন কিংবা রেজিস্ট্রেশন করার দরকার নেই। বাজেট সংক্রান্ত সমস্ত তথ্য এই অ্যাপে পিডিএফ ভার্সনে পাওয়া সম্ভব হবে। বাজেট সংক্রান্ত এই মোবাইল অ্যাপে বেশ কয়েকটি আলাদা আলাদা বিভাগ দেখতে পাওয়া যাবে। আর সেখানে বাজেট সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে। যেমন Key to Budget Document, Budget at a Glance সহ এমন ১০ টি বিভাগ অ্যাপে রয়েছে বলে খবর।

কীভাবে ডাউনলড করবেন Union Budget 2023 App

কীভাবে ডাউনলড করবেন Union Budget 2023 App

দুটি ভার্সনেই বাজেট সংক্রান্ত এই অ্যাপ পাওয়া যাবে। যেমন অ্যান্ড্রোয়েড ইউজাররা Union Budget 2023 App ডাউনলোড করতে পারবেন Google Play Store থেকে। এমনকি Apple iPhone ব্যবহারকারীরাও এই অ্যাপ ব্যবহার করতে পারবেন। আইওএসের জন্যে আলাদা ভাবে এই অ্যাপটি তৈরি করা হয়েছে। ফলে খুব সহজেই অ্যাপল স্টোর থেকে অ্যাপটি পাওয়া যাবে।

Budget 2023: পরাধীন ভারতে বাজেট শুরু রবি ঠাকুরের জন্মের আগে! একনজরে বাজেট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য Budget 2023: পরাধীন ভারতে বাজেট শুরু রবি ঠাকুরের জন্মের আগে! একনজরে বাজেট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য

English summary
Nirmala Sitharaman announces, Union Budget 2023 will be paperless, will be available in Union Budget Mobile App
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X