For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নীরব মোদী কোথায় রয়েছেন জানে না সরকার,আরও যা জানাল বিদেশমন্ত্রক

নীরব মোদী কোথায় রয়েছেন জানে না সরকার,আরও যা জানাল বিদেশমন্ত্রক

  • |
Google Oneindia Bengali News

ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগের নিশানায় থাকা নীরব মোদীকে নিয়ে এবার অবস্থান স্পষ্ট করল বিদেশমন্ত্রক। এদিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রভিশ কুমার সাংবাদিকদের জানিয়েছেন, নীরব মোদী যে দেশে রয়েছেন সেখানেই থাকবেন । পাসপোর্ট বাতিলের পর সেখান থেকে নড়তে পারবেন না নীরব মোদী।

নীরব মোদী কোথায় রয়েছেন জানে না সরকার,আরও যা জানাল বিদেশমন্ত্রক

সূত্রের খবর নীরব মোদী আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। এদিনের সাংবাদিক সম্মেলনে অবশ্য নীরব মোদী কোথায় রয়েছেন সে প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রক সূত্রে দানানো হয়েছে, বিষয়টি এখনও সরকারের কাছে স্পষ্ট নয়। রভিশ কুমার বলেন, সরকারের কোনও কর্মীর সঙ্গেই তাঁর যোগাযোগ নেই, এছাড়াও তাঁর (নীরব মোদী) অবস্থান এখন কোথায় ,তা সরকারের জানা নেই।

তবে এদিন বিদেশমন্ত্রকের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, নীরব মোদী যেখানেই থাকুন না কেন, সেখান থেকে কোথাও যেতে পারবেন না। উল্লেখ্য ২০১৬ সালে ফোর্বসের তালিকার ধনী ব্যক্তি দের অন্যতম নীরব মোদীর বিরুদ্দে পাঞ্জাব ন্য়াশনাল ব্যাঙ্কে জালিয়াতির অভিযোগ রয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১১ হাজার ৩০০ কোটি টাকা জালিয়াতিতে তিনি যুক্ত বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমে সিবিআই ও ইডি নীরব মোদীর একাধিক দফতরে হানা দিচ্ছে। বাতিল করা হয়েছে তাঁর পাসপোর্ট।

[আরও পড়ুন:নীরব মোদীর লেজ ধরায় ৫০টির বেশি কোম্পানিতে এবার সিবিআই হানা! তালিকায় কারা রয়েছে][আরও পড়ুন:নীরব মোদীর লেজ ধরায় ৫০টির বেশি কোম্পানিতে এবার সিবিআই হানা! তালিকায় কারা রয়েছে]

English summary
Nirav Modi will not be able to leave the country he is in, says Ministry of External Affairs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X