For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী-নেতানইয়াহু মৈত্রী তৈরি করল নয়া ইতিহাস, ভারতের সঙ্গে ৯টি মউ সাক্ষর ইসরায়েলের

নরেন্দ্র মোদী ও বেঞ্জামিন নেতানইয়াহুর পৌরহিত্যে ভারতের সঙ্গে ৯টি মউ সাক্ষরিত হয়েছে ইসরায়েলের।

  • |
Google Oneindia Bengali News

শুরুটা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফিরতি লেগে তা সুদে আসলে ফিরিয়ে দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু। আসা ইস্তক বলেছিলেন, ভারতের সঙ্গে বন্ধুত্ব চিরকালীন। এদিন সেই বন্ধুত্বই এগিয়ে গেল। নরেন্দ্র মোদী ও বেঞ্জামিন নেতানইয়াহুর পৌরহিত্যে ভারতের সঙ্গে ৯টি মউ সাক্ষরিত হয়েছে ইসরায়েলের।

ভারতের সঙ্গে ৯টি মউ সাক্ষর ইসরায়েলের

যে নয়টি ক্ষেত্রে মউ সাক্ষরিত হয়েছে তা হল সাইবার নিরাপত্তা সহযোগিতা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, প্রোটোকল অন অ্যামেন্ডমেন্টস টু এয়ার ট্রান্সপোর্ট, ফিল্ম কো-প্রোডাকশন, হোমিওপ্যাথিতে গবেষণা, মহাকাশ গবেষণায় সাহায্য, মেটাল এয়ার ব্যাটারিতে সহযোগিতা ও সোলার থার্মাল প্রযুক্তিতে সহযোগিতা।

সারা ভারতে মানুষ উৎসবে মেতে রয়েছে। নতুন বছরে প্রধানমন্ত্রী নেতানইয়াহুর আগমনে দারুণ হল। ইসরায়েলে যে সম্মান পেয়েছি তাতে অভিভূত। যৌথভাবে এগিয়ে যেতে আমরা দায়বদ্ধ। শতাব্দি ধরে আমাদের দুই দেশের বন্ধুত্ব অটুট রয়েছে।

মোদী বলেছেন, এদিন বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে আরও হবে। কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নতি করতে চাই আমরা। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতে ইসরায়েলি সংস্থাগুলি আরও অস্ত্র বানাক তা আমরা চাই। দুই দেশই নিজেদের মধ্যে কথা বলে একই সুরে কথা বলুক, এমনটাই সকলে চাইছেন।

মঙ্গলবার নেতানইয়াহু গুজরাত সফরে যাবেন। নিজের বক্তব্যের মাঝে সেই প্রসঙ্গও টেনে এনে মোদী বলেন, আমার রাজ্য গুজরাতে নেতানইয়াহুকে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। পাল্টা নেতানইয়াহু-ও নরেন্দ্র মোদীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। সন্ত্রাসবাদ সহ একাধিক ইস্যুতে ভারত-ইসরায়েল একসঙ্গে জোট বেঁধে লড়বে বলেও জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানইয়াহু।

এদিন নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে ভারত-ইসরায়েল দুই পক্ষের প্রতিনিধিরা প্রথমে বৈঠকে বসেন। সেই বৈঠকে ভারতের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন থেকে শুরু করে নিরাপত্তা বিশেষজ্ঞ অজিত ডোভাল থেকে শুরু করে অনেকেই ছিলেন।

তার আগে এদিন সকালে রাষ্ট্রপতি ভবনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুকে সংবর্ধনা দেওয়া হয়। তারপরে নেতানইয়াহু ও তাঁর স্ত্রী সারা রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান।

English summary
Nine MoUs signed between India-Israel, including one on cyber security, science and technology
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X