For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিএএ নিয়ে অমিত শাহকে দেওয়া হবে সম্বর্ধনা, আয়োজনে বাঙালি উদ্ধাস্তু সংগঠন

সিএএ নিয়ে অমিত শাহকে দেওয়া হবে সম্বর্ধনা, আয়োজনে বাঙালি উদ্ধাস্তু সংগঠন

  • |
Google Oneindia Bengali News

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বাংলা থেকে অমিত শাহকে সেরকমভাবে সম্বর্ধনা দেওয়া না হলেও, এবার তার আয়োজনের পথে ভিন রাজ্যে থাকা বাঙালি সংগঠন। সারা দেশে বাঙালি উদ্বাস্তুদের নিয়ে কাজ করে নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি। এই সংগঠনের কর্নাটক শাখা ফেব্রুয়ারিতে রাইচুর জেলার সিদ্ধানুরে ২ দিন ব্যাপী সম্মেলনের আয়োজন করেছে। সেখানেই আমন্ত্রণ জানানো হয়েছে অমিত শাহকে।

মোদী, অমিত শাহের প্রতি কৃতজ্ঞতা

মোদী, অমিত শাহের প্রতি কৃতজ্ঞতা

বাংলা ছাড়াও সারা ভারতের যেসব জায়গায় বাঙালি উদ্বাস্তুরা রয়েছেন, তাদের নিয়েই কাজ করে নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি। এই সংস্থা দীর্ঘদিন ধরেই উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার দাবিতে সরব। নাগরিকত্ব সংশোধনী আইন চালু করায় সংস্থার তরফ থেকে প্রধানমন্ত্রী মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কৃতজ্ঞতা জানিয়েছে এই সংস্থা। তাদের কথায় দশকের পর দশক ধরে বাঙালি উদ্বাস্তুরা নাগরিকত্বের জন্য দাবি করেছেন। এবার সেই দাবি পূরণ করেছেন মোদী, অমিত শাহরা।

সিএএ-র জন্য অমিত শাহকে সম্বর্ধনা দেওয়ার পরিকল্পনা

সিএএ-র জন্য অমিত শাহকে সম্বর্ধনা দেওয়ার পরিকল্পনা

সিএএ-র জন্য অমিত শাহকে সম্বর্ধনা দেওয়ার পরিকল্পনা নিয়েছে নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতির কর্নাটক শাখা। সংস্থার কর্নাটক শাখা ফেব্রুয়ারির গোড়ায় রাইচুর জেলার সিদ্ধানুরে ২ দিন ব্যাপী সম্মেলনের আয়োজন করেছে। সেখানেই আমন্ত্রণ জানানো হয়েছে অমিত শাহকে।

 পিছনে বিজেপির রাজনীতি, অভিযোগ তৃণমূলের

পিছনে বিজেপির রাজনীতি, অভিযোগ তৃণমূলের

যদিও এই ঘটনার পিছনে বিজেপির রাজনীতিই দেখছে তৃণমূল। তাদের মতে সিএএ নিয়ে মোদী-অমিত শাহের প্রশংসা একমাত্র বিজেপিই করছে। ফলে এই সংগঠন বিজেপির রাজনীতিতে প্রভাবিত বলেই মনে করেছ পশ্চিমবঙ্গের শাসক দল।

 অসমে জেল খেটেছেন সংগঠনের সভাপতি

অসমে জেল খেটেছেন সংগঠনের সভাপতি

বাঙালি উদ্বাস্তুদের নাগরিকত্বের দাবিতে অসমে আন্দোলন দীর্ঘদিনের। ২০১৬ সালে তেমনই এক আন্দোলনে যোগ দিয়ে আইনভাঙার অভিযোগে সংগঠনের সভাপতি সুবোধ বিশ্বাস-সহ ৫৪ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এঁদেরকে প্রায় দেড় বছর জেলে কাটাতে হয় বলে জানা গিয়েছে।

কর্নাটকের সিদ্ধানুরে ২০ হাজার বাঙালি উদ্বাস্তু

কর্নাটকের সিদ্ধানুরে ২০ হাজার বাঙালি উদ্বাস্তু

কর্নাটকের সিদ্ধানুরে প্রায় ২০ হাজার বাঙালি উদ্বাস্তু দ্বিতীয় শ্রেণির নাগরিকের মতো দিন কাটাচ্ছেন বলে অভিযোগ নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতির। এই সংগঠন বাংলা ছাড়াও, বাংলার বাইরে আন্দামান, ছত্তিশগড়, কর্নাটক, তেলেঙ্গানা, ওড়িসা, রাজস্থান, দিল্লিতে বাঙালি উদ্বাস্তুদের বিভিন্ন দাবি নিয়ে কাজ করে।

জলবায়ু পরিবর্তনের জেরে অস্তিত্ব সংকটে অস্ট্রেলিয়ার বিরল প্রজাতির প্লাটিপাসজলবায়ু পরিবর্তনের জেরে অস্তিত্ব সংকটে অস্ট্রেলিয়ার বিরল প্রজাতির প্লাটিপাস

English summary
Nikhil Bharat Bangali Udbastu Samannay Samity will welcome Amit Shah for CAA. Organisation has invited Amit Shah to their programme
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X