For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টুলকিট মামলায় নতুন মোড়, দিশা-নিকিতা-শান্তনুর ‘খালিস্তানি যোগের’ তত্ত্বে বাড়ছে চাপানৌতর

বাড়ছে চাপ, টুলকিট তৈরি করে গ্রেটাকে পাঠিয়েছিলেন করে তিন পরিবেশ কর্মী, দাবি পুলিশের

  • |
Google Oneindia Bengali News

গ্রেট থানবার্গের টুলকিট মামলায় ক্রমেই বাড়ছে রাজনৈতিক চাপনৌতর। এদিকে সময় যত গড়াচ্ছে ততই একরোখা মনোভাব পোষণ করতে শুরু করেছে দিল্লি পুলিশ। গ্রেটা থানবার্গের টুইট শেয়ার করার অভিযোগে বেঙ্গালুরুর পরিবেশ কর্মী দিশা রবির পর ইতিমধ্যেই দিল্লি পুলিশের নজরে এসেছেন আরও দুই সমাজকর্মী।

নিকিতা জেকব ও শান্তনুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা

নিকিতা জেকব ও শান্তনুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা

ইতিমধ্যেই পরিবেশ ও সমাজকর্মী নিকিতা জেকব ও শান্তনুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজুও করে ফেলেছে দিল্লি পুলিশ। দ্রুত তাদের গ্রেফতারও করা হবে বলে হুঁশিয়ারিও দিয়ে রেখেছে পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, দিল্লি সীমান্তে গত প্রায় তিন মাসের বেশি সময় ধরে চলা কৃষক আন্দোলনের সমর্থন কয়েকদিন আগেই একটি টুইট করেছিলেন সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। তারপর থেকেই তা নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয় চাপানৌতর।

 কী দাবি করছে দিল্লি পুলিশ ?

কী দাবি করছে দিল্লি পুলিশ ?

দিল্লি পুলিশের দাবি গ্রেটার শেয়ার করা টুলকিট দিশা। এমনকী একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে তা ছড়িয়েও দিয়েছিলেন তিনি। এমনকী ওই গ্রুপে নাকি খালিস্তানি যোগও খুঁজে পেয়েছে পুলিশ। এদিকে দিল্লি পুলিশের দাবি, এই টুলকিটে আদপে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় লড়াই বাঁধিয়ে দেওয়ার ইন্ধন দেওয়া হয়েছে। এই টুলকিট নাকি তৈরির পর টেলিগ্রামের মাধ্যমে গ্রেটাকে পাঠিয়েছিলেন নিকিতা-শান্তনু।

 কারা তৈরি করেছিল এই টুলকিট ?

কারা তৈরি করেছিল এই টুলকিট ?

পোয়েটিক জাস্টিস ফাউন্ডেশন নামে একটি গ্রুপ নাকি আদপে এই টুলকিট তৈরি করেছিল। যাদে প্রত্যক্ষ মদত ছিল দিশা, নিকিতা ও শান্তনুর। এমতাবস্থায় টুলকিট মামলায় তাঁদের প্রত্যক্ষ যোগসূত্র খুঁজে পাওয়ার পরেই নাকি দিল্লি পুলিশের সাইবার সেল গ্রেফচারি পরোয়ানা জারি করেছে বলে জানা যাচ্ছে। এদিকে গ্রেটা প্রথমে ওই টুইট করার পরে তা মুছেও ফেলেন বলে জানা যায়। কিন্তু ততক্ষণে তা আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়ে।

 পুলিশি অভিযানের পরেই বাড়ি থেকে পালিয়ে যান নিকিতা

পুলিশি অভিযানের পরেই বাড়ি থেকে পালিয়ে যান নিকিতা

এদিকে এই প্রসঙ্গে বলতে গিয়ে দিল্লির জয়েন্ট সিপি (সাইবার সেল) প্রেম নাথ আরও বলেছেন, গত ১১ ফেব্রুয়ারি নিকিতার বাড়িতে অভিযান চালায় পুলিশ। তখনই পুলিশের হাতে আসে তাদের খালিস্তানি যোগ সংক্রান্ত আরও একাধিক তথ্য। যদিও পরের দিনই পালিয়ে যান নিকিতা। গত ১১ জানুয়ারি পোয়েটিক জাস্টিস ফাউন্ডেশন আয়োজিত একটি জুম বৈঠকেও নাকি যোগ দিয়েছিলেন নিকিতা ও শান্তনু।

মহারাষ্ট্রে ফের জারি 'নাইট কার্ফু', গুজরাতও নিয়ে ফেলল বড় পদক্ষেপ! করোনা উদ্বেগ অব্যাহতমহারাষ্ট্রে ফের জারি 'নাইট কার্ফু', গুজরাতও নিয়ে ফেলল বড় পদক্ষেপ! করোনা উদ্বেগ অব্যাহত

English summary
Delhi Police claims environmental activist Disha-Nikita-Shantanu made the toolkit and sent it to greta thanberg
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X