For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন সুখোই ৩০ ক্ষমতা বাড়াবে বায়ুসেনার, জানালেন বায়ুসেনা প্রধান

Google Oneindia Bengali News

শনিবার ভারতীয় বিমান বাহিনীর প্রধান মার্শাল আরকেএস ভাদোরিয়া জানিয়েছেন যে থানজাবুরে নতুন একটি সুখোই–৩০এমকেআই ফাইটার এয়ারক্রাফট স্কোয়াড্রন অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বিমান বাহিনীর অপারেশনাল সক্ষমতা অনেকাংশে বাড়িয়ে তুলবে।

থানজাবুরে নতুন সুখোই ৩০


ভাদোরিয়া বলেন, '‌থানজাবুরে, আমরা একটি নতুন এস–৩০ স্কোয়াড্রন গঠন করছি যা প্রাথমিকভাবে উপকূলবর্তীতেও নিজের ভূমিকা পালন করবে। এগুলি দক্ষিণ এয়ার কমান্ডের অংশ হবে এবং অপারেশন সক্ষমতার দৃষ্টিকোণ থেকে এরা বিশাল ক্ষমতা যুক্ত হবে।’‌

বায়ুপ্রধান আরও জানান যে নতুন সুখোই–৩০এমকেআই ফাইটার এয়ারক্রাফ্ট স্কোয়াড্রন মূলত সামুদ্রিক ভূমিকাই পালন করবে এবং বিমানটি যে সমস্ত আক্রমণাত্মক এবং রক্ষণাত্মক ভূমিকা পালন করতে পারে তার সবগুলিই পালন করবে সে। চিফ অফ ডিফেন্স স্টাফের পদ তৈরিতে কেন্দ্রের পদক্ষেপ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, '‌নতুন যৌথ পরিকাঠামো তৈরি করতে এবং যৌথতা আনতে কিছু সময় লাগবে, আমরা ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া শুরু করেছি। আমাদের সংস্থা ব্যয় হ্রাস করে বড় সাফল্য অর্জন করার পরিকল্পনাতেই বিশ্বাস করে।’‌

সেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে শনিবার জানান, যদি ভারতীয় সেনাবাহিনী কোনও আদেশ পেয়ে থাকে তবে পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পক) দাবী করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেবে। তিনি উল্লেখ করেন যে একটি সংসদীয় রেজোলিউশনে বলা হয়েছে যে পুরো জম্মু ও কাশ্মীর অঞ্চলটি ভারতের একটি অঙ্গ। তিনি বলেন, '‌সংসদীয় রেজোলিউশনে বলা হয়েছে পুরো জম্মু–কাশ্মীরই ভারতের অংশ। যদি সংসদ চায়, তবে ওই এলাকা (‌পক)‌ আমাদেরই হবে। যদি আমাদের নির্দেশ দেওয়া হয়, তাহলে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।’‌

English summary
The new Sukhoi-30MKI fighter aircraft squadron is being raised in Thanjavur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X