For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আবহে নয়া রেকর্ড! ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ২০ হাজারের বেশি নমুনা পরীক্ষা গোটা দেশে

  • |
Google Oneindia Bengali News

যখন গোটা দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা তখন করোনার গতিপ্রকৃতি জানতে বারংবার নমুনা পরীক্ষার উপর জোর দিতে দেখা যায় সরকারকে। সূত্রের খবর, করোনা আবহেই মধ্যেই স্যাম্পেল টেস্টের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়ল ভারত। গত ২৪ ঘন্টায় ৪ লক্ষ ২০ হাজার নমুনা পরীক্ষা হয়েছে বলে জানা যাচ্ছে। যা এখনও পর্যন্ত গোটা দেশে সর্বোচ্চ।

২৪ ঘণ্টায় ৪ লক্ষ ২০ হাজার নমুনা পরীক্ষা ভারতে

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ তথ্যে একথা জানা যাচ্ছে। সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় মোটা নমুনা পরীক্ষার সংখ্যা ৪ লক্ষ ৩০ হাজার ৮৯৮। একিসাথে প্রতি দশ লক্ষে করোনা টেস্টের সংখ্যাও এখন অনেকটাই বেড়েছে বলে জানা যাচ্ছে। যার দ্বারা সহজেই করোনা বিধ্বস্ত এলাকাকে চিহ্নিত করে ফেলা সম্ভব হচ্ছে। বর্তমানে প্রতি দশ লক্ষ জনসংখ্যা পিছু করোনা টেস্টের পরিমাণ ১১ হাজার ৪৮৫ বলে জানা যাচ্ছে। একইসাথে মোটী পরীক্ষার ক্ষমতাও এখন ১ কোটি ৫৮ লক্ষ ৪৯ হাজার ৬৮ তে পৌঁছেছে।

এদিকে শুক্রবার সন্ধ্যাতেই গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষের গণ্ডি পার করেছে। এদিকে গোটা বিশ্বের মধ্যে করোনা আক্রান্তের নিরিখে ভারত এখন তৃতীয় স্থানে রয়েছে বলে জানা যাচ্ছে। ভারতের আগে রয়েছে ব্রাজিল এবং শীর্ষ স্থানে আনেরিকা। এদিকে গত সপ্তাহ থেকেই ভারতে করোনার উচ্চ সংক্রমণের হার দেখা গেছে। য়ার জেরে উদ্বেগ বেড়েছে সরকারের। বর্তমানে মাত্র দু-দিন ও কিছু সময়ের ব্যবধানে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১২ লক্ষ আক্রান্ত থেকে ১৩ লক্ষে পৌঁছেছে বলে স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতিতে দেখা যাচ্ছে। যদিও খুশির খবর হিসাবে আগের থেকে অনেকটাই বেড়েছে সুস্থতার হার। এই মুহূর্তে গোটা দেশে সুস্থতার হার ৬৩.৫৪ শতাংশ।

English summary
In 24 hours, more than 420,000 corona samples were tested in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X