For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ মোটর ভেহিক্যালস অ্যাক্ট লাগু হতে চলেছে পুজোর আগেই! জেনে নিন নিয়মের খুঁটিনাটি

সামনেই পুজো। তবে তার আগেই লাগু হতে চলেছে ২০১৯ মোটর ভেহিক্যালস অ্যাক্ট। এই নয়া অ্যাক্টের আওতায় একাধিক গুরুত্বপূর্ণ নিয়ম ও নতুনভাবে জরিমানার অঙ্ক ধার্য করা রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

সামনেই পুজো। তবে তার আগেই লাগু হতে চলেছে ২০১৯ মোটর ভেহিক্যালস অ্যাক্ট। এই নয়া অ্যাক্টের আওতায় একাধিক গুরুত্বপূর্ণ নিয়ম ও নতুনভাবে জরিমানার অঙ্ক ধার্য করা রয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে লাগুল হতে চলেছে এই অ্যাক্ট। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন নিয়ম লাগু হতে চলেছে।

 নিয়মভঙ্গের শাস্তি

নিয়মভঙ্গের শাস্তি

ট্রাফিকের সাধারণ নিয়ম ভঙ্গ করলে তার জরিমানা ১০০ টাকা থেকে বেড়ে ৫০০ টাকা করা হয়েছে। এর সর্বোচ্চ সীমা ১০ হাজার টাকা। লাইসেন্স ছাড়া গাড়ি চালালে জরিমানা ৫০০ টাকা থেকে ৫ হাজার টাকা। যদি সিটবেল্ট যদি না বেঁধে গাড়ি চালান তাহলে জরিমানা ১০০ টাকা থেকে বেড়ে ১০০০ টাকা দিতে হবে।

মদ্যপ অবস্থায় গাড়ি চালানো সমেত একাধিক নিয়ম

মদ্যপ অবস্থায় গাড়ি চালানো সমেত একাধিক নিয়ম

মদ্যপ অবস্থায় গাড়ি চালালে জরিমানা ১০ হাজার টাকা দিতে হবে। আগে এই জরিমানা ছিল ২০০০ টাকা। ভয়ঙ্করভাবে গাড়ি চালালে, যা কাউকে আঘাত করতে পারে, তার জন্য জরিমানা ৫০০০ টাকা ধার্য হয়েছে। গতির নির্দেশ না মানলে হালকা গাড়ি বা ২ চাকার যানের ১০০০ টাকা জরিমানা, বড় গাড়ির ২০০০ টাকা জরিমানা।

 গাড়ি যদি রেসে-র জন্য দৌড়য় তাহলে

গাড়ি যদি রেসে-র জন্য দৌড়য় তাহলে

আর গাড়ির রেস যদি রাস্তায় অবৈধভাবে চলে তাহলে জরিমানা ৫০০০ টাকা। ভহিক্যাল ইনসিউরেন্সের নথির মেয়াদ উত্তীর্ণ হলে তার ন্যূনতম জরিমানা ২০০ টাকা। তবে বছরের হিসাবে তা ১০ শতাংশ হারে বৃদ্ধিপাবে জরিমানার টাকায়। যদি কোনও নাবালক গাড়ি চালায়, তাহলে তাকে দোষী হিসাবেই গন্য করা হবে। এক্ষেত্রে তিন বছরের বেশি জেল হওয়ার সম্ভাবনা থাকবে। পাশপাশি, ২৫ হাজার টাকা জরিমানা হবে তার। সঙ্গে বাতিল করা হবে রেজিস্ট্রেশন।

English summary
New Motor Vehicle Rules 2019,see list of revised traffic violation fines.The government on August 21 said 63 clauses of Motor Vehicle Act, which includes higher penalties for traffic violation, will be implemented from September 1.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X