For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পারিবারিক লোকজনকে নিয়েই বিয়ের পিঁড়িতে মুখ্যমন্ত্রী! ভাবছেন তো পাত্রী কে?

গত পাঁচ বছর পর সানাই বাজতে চলেছে মুখ্যমন্ত্রীর বাসভবনে। তবে খুব একটা বড় করে নয়। বরং ছোট করেই বিয়ের আয়োজন হতে চলেছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, ব্যক্তিগত ভাবে পারিবারের কয়েকজনই এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে খবর।

  • |
Google Oneindia Bengali News

ফের বিয়ের পিঁড়িতে মুখ্যমন্ত্রী! গত পাঁচ বছর পর সানাই বাজতে চলেছে মুখ্যমন্ত্রীর বাসভবনে। তবে খুব একটা বড় করে নয়। বরং ছোট করেই বিয়ের আয়োজন হতে চলেছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, ব্যক্তিগত ভাবে পারিবারের কয়েকজনই এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে খবর।

আর এই অবস্থায় এখন শেষ মুহূর্তের প্রস্তুতি মুখ্যমন্ত্রীর বাসভবনে। সাজিয়ে তোলা হয়েছে সেই জায়গাতে। একই সঙ্গে কড়া নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে বলে খবর।

বিবাহ বিচ্ছেদ হয়ে যায়

বিবাহ বিচ্ছেদ হয়ে যায়

গত ছয় বছর আগে অর্থাৎ ২০১৫ সালে ভাগওয়ান্ত মান এবং তাঁর স্ত্রীয়ের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। প্রথম স্ত্রী ইন্দজিত কাউরের সঙ্গে বিয়ে হলেও তা বেশিদিন যায়নি। যদিও তাঁদের দুটি বাচ্চা আছে বলে খবর। তবে দুই বাচ্চাকে নিয়ে আমেরিকাতে থাকেন ইন্দজিত কাউর। তবে মার্চে যখন পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন ভাগওয়ান্ত মান সেই সময় অনুষ্ঠানে হাজিরা ছিলেন দুই বাচ্চাও। বাবা হিসাবে সবরকম দায়িত্বও পালন করেও খবর।

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী

তবে একাকীত্ব একটা চ্যালেঞ্জ। এই অবস্থায় ফের একবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মান। আগামীকাল বৃহস্পতিবার তাঁর বিয়ের অনুষ্ঠান রয়েছে। ডাক্তার গুরপিত কাউরের সঙ্গেই চার হাত এক করবেন পঞ্জাবের আম আদমি সভাপতি মান। চন্ডীগড়ের বাড়িতেই ছোট করে অনুষ্ঠান হবে বলে খবর। যেখানে ব্যক্তিগত কয়েকজন আত্মীয় উপস্থিত থাকবে বলে খবর। তবে এই অনুষ্ঠানে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল হাজির থাকার কথা রয়েছে বলেই খবর।

মানকে মুখ্যমন্ত্রী মুখ

মানকে মুখ্যমন্ত্রী মুখ

এবার ভাগওয়ান্ত মানকে মুখ্যমন্ত্রী মুখ করে পঞ্জাবের নির্বাচনে লড়াই করেন কেজরিওয়াল। আর এই নির্বাচনে বড় জয় পায় তাঁরা। প্রায় ঐতিহাসিক জয় হাসিল করেন। ক্ষমতায় থাকায় কংগ্রেসকে কার্যত ছিটকে ফেলে দেয় কেজরি'র দল। এমনকি ধারে কাছে আসেনি বিজেপিও। এই অবস্থায় সে রাজ্যের ১৭ তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন মান। কয়েক হাজার মানুষকে সাক্ষী রেখে স্বাধীনতা সংগ্রামী ভাগত সিংয়ের গ্রামে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হয়।

সাংসদও ছিলেন মান

সাংসদও ছিলেন মান

সানগ্রুড় লোকসভা আসন থেকে বড় জয় পান ভাগওয়ান্ত মান। ২০১৪ সালে সুখদেব সিং ধিনসাকে হারিয়ে সাংসদ হন তিনি। এরপর থেকেই পাকাপাকি ভাবে রাজনীতিতে যোগ দেওয়া। এরপর দীর্ঘ রাজনৈতিক জীবনে হার-জিত হয়েছে। কিন্তু তাঁর জীবন একজন কমেডিয়ান হিসাবে শুরু হয়। তাঁর সৃষ্টি এবং জোক মানুষকে হাসানোর কাজে ব্যবহার করতেন। আর সেখান থেকেই আজ পঞ্জাবের মুখ্যমন্ত্রী। যা অবশ্যই তাৎপর্যপূর্ণ।

মহুয়া বিতর্কের মধ্যেই সুখেন্দু বললেন, 'ইংরেজদের মতো শোষণ করছে কেন্দ্র' মহুয়া বিতর্কের মধ্যেই সুখেন্দু বললেন, 'ইংরেজদের মতো শোষণ করছে কেন্দ্র'

English summary
New Chief minister of bhagwant mann to be married on Thursday, kejriwal will attend
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X