For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহারেও নমো ঝড়ে কুপোকাৎ বিরোধীরা, কারচুপির অভিযোগ শত্রুঘ্নের

সকাল থেকেই বেগুসরাই আসনের দিকে নজর ছিল গোটা দেশের। যে কেন্দ্রে সিপিআইয়ের হয়ে ভোটে দাঁড়ানো যুব নেতা কানহাইয়া কুমার ছিলেন বামেদের অন্যতম আশা।

  • |
Google Oneindia Bengali News

সকাল থেকেই বেগুসরাই আসনের দিকে নজর ছিল গোটা দেশের। যে কেন্দ্রে সিপিআইয়ের হয়ে ভোটে দাঁড়ানো যুব নেতা কানহাইয়া কুমার ছিলেন বামেদের অন্যতম আশা। অন্যদিকে, তাঁর বিপক্ষে প্রার্থী হওয়া বিজেপির অভিজ্ঞ গিরিরাজ সিং কিন্তু প্রথম থেকেই জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন।

বিহারেও নমো ঝড়ে কুপোকাৎ বিরোধীরা, কারচুপির অভিযোগ শত্রুঘ্নের

বাস্তবে হলও কিন্তু তাই। গোটা দেশের সঙ্গে গেরুয়া ঝড় আঁছড়ে পড়ল বিহারের এই কেন্দ্রেও। খড়কুটোকেও আশ্রয় করে বাঁচতে পারলেন না কানহাইয়া। প্রায় চার লক্ষ ভোটে তরুণ সিপিআই প্রার্থীকে হারালেন বিজেপির গিরিরাজ। একইভাবে বিহারের ৪০ লোকসভা আসনের ৩৭টিতে জয় নিশ্চিত করে বিরোধী জোটকে বড়সড় ধাক্কা দিয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শরিকরা।

হিন্দি বলয়ের এই রাজ্যে ১৭টি লোকসভা আসনে জয় নিশ্চিত করেছে বিজেপি। এনডিএ শরিক মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড ও রামবিলাস পাসোয়ানের লোক জনশক্তি পার্টির ঝুলিতে গিয়েছে যথাক্রমে ১৬ ও ৬টি লোকসভা আসন। অন্যদিকে, অন্ধের যষ্ঠী হিসেবে জেলবন্দী লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলের ঝুলিতে গিয়েছে মাত্র ২টি আসন। আর কংগ্রেসকে ১টি লোকসভা আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

পাটনা সাহিব আসনে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের বিরুদ্ধে পরাজিত হয়ে বিজেপির বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনেছেন অভিনেতা টার্নড কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা। একই সঙ্গে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশেও ভোটে কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন বিহারী বাবু।

গত লোকসভা নির্বাচনে বিহারের ৪০টি আসনের ২২টিতে জিতেছিল বিজেপি। এবার তাদের আসন সংখ্যা কমলেও, এনডিএ-র স্বার্থে এই ফল ইতিবাচক বলেই দাবি বিজেপি নেতাদের।

English summary
NDA made a run in Bihar, oppositions wash out in Lok Sabha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X