For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোয়া নিয়ে যাওয়া হচ্ছে অজিত পাওয়ারকে সমর্থনকারী এনসিপি বিধায়কদের

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে রাজনীতির খেলায় শিবসেনা-কংগ্রেসকে হারিয়ে এনসিপি নেতা অজিত পাওয়ারের সমর্থনে সরকার গঠন করল বিজেপি। এরই মাঝে এনসিপির মধ্যে দেখা দিয়েছে ভাঙন। জানা গিয়েছে শরদ পাওয়ারের সম্মতি ছাড়াই অজিত পাওয়ার একা বিজেপির সঙ্গে সরকার গঠনের সিদ্ধান্ত নেন। এদিকে দলে তাঁর সমর্থনকারী বিধায়কদের গোয়ায় নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর।

স্তম্ভিত শিবসেনা

স্তম্ভিত শিবসেনা

শপথ গ্রহণের খবরে স্তম্ভিত বিরোধী শিবসেনা অবশ্য এখনও দাবি করছে যে শরদ পাওয়ারের সঙ্গে তারা আলোচনা করছেন। এনসিপি শরদ পাওয়ারের সঙ্গে রয়েছে, অজিতের সঙ্গে নয়। একই কথা বলেছেন এনসিপি-র মুম্বই শাখার প্রধান নবাব মালিক। তিনি অভিযোগ করেন, বিধায়কদের উপস্থিতি দেখার জন্য নেওয়া সইকে সমর্থনের প্রমাণ হিসাবে পেশ করেছেন। তবে অজিত পাওয়ার দাবি করেন দলের ২৯জন বিধায়ক তাঁকে সমর্থনের কথা জানিয়েছেন।

সংখ্যাগরিষ্টতা প্রমাণ করতে হবে বিজেপি-অজিতের জোটকে

সংখ্যাগরিষ্টতা প্রমাণ করতে হবে বিজেপি-অজিতের জোটকে

আজ সকাল ৮টায় দ্বিতীয়বার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন দেবেন্দ্র ফড়নবিশ। তার ডেপুটি হিসাবে শপথ নেন অজিত পাওয়ার। মহারাষ্ট্র বিধানসভায় এনসিপির পরিষদীয় দল নেতা হওয়ার কারণে আইনত সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে অজিতের। এদিকে শপথ গ্রহণ হলেও সরকার সংখ্যাগরিষ্টতা প্রমাণ করতে হবে বিজেপি-অজিতের জোটকে। এর জন্য অবশ্য এক সপ্তাহ পাচ্ছে বিজেপি-অজিত। সেই ক্ষেত্রে দলবদল বিরোধী আইন থেকে বাঁচতে এনসিপির মোট ৫৪ জন বিধায়কের মধ্য়ে দুই তৃতীয়াংশকে অজিতের সঙ্গে থাকতে হবে। অর্থাৎ অন্তত পক্ষে ৩৬জন এনসিপি বিধআয়ক যদি অজিতকে সমর্থন জানান তবেই এই সরকার ও সমর্থন বৈধতা পাবে। তবে এখনও পর্যন্ত অজিতের দাবি অনুযায়ী ২৯জন আছে তাঁর সঙ্গে। এই ২৯ জনকে নিজের পক্ষে রেখে বাকি আরও ৭জন বিধায়ক খুঁজতে শুরু করেছেন অজিত। পাশাপাশি তাঁকে সমর্থন জানানো বিধায়কদের উপর যাতে কেউ প্রভাব না ফেলতে পারে, তাই গোয়ায় নিয়ে যাওয়া হচ্ছে তাঁদের।

সরকার গড়া নিয়ে টালবাহানা

সরকার গড়া নিয়ে টালবাহানা

বেশ কয়েকদিন ধরে সরকার গড়া নিয়ে টালবাহানায় খবরের শিরোনামে ছিল মহারাষ্ট্র। আর আজ দেশবাসীর ঘুম ভাঙতেই সেই শিরোনাম বিস্ফোরণে পরিণত হয় যখন সবাইকে অবাক করে দিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ। এদিকে তাঁর ডেপুটি হিসাবে শপথ নিয়ে শিবসেনা ও কংগ্রেসকে চমকে দেন অজিত পাওয়ার। তবে বেলা বাড়তেই চিত্রটি স্পষ্ট হয়। প্রথমে এই পদক্ষেপ শরদ পাওয়ারের মস্তিষ্কপ্রসূত মনে করা হলেও এনসিপি সুপ্রিমো জানিয়ে দেন এই সিদ্ধান্তে তাঁর কোনও মত নেই। অজিত নিজের ইচ্ছায় এই পদক্ষেপ নিয়েছেন।

শরদ পাওয়ারের টুইট

শরদ পাওয়ারের টুইট

শরদ পাওয়ার টুইট করেন, "মহারাষ্ট্র সরকার গঠনে বিজেপিকে সমর্থন করার সিদ্ধান্ত অজিত পাওয়ারের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নয়। আমরা জানাচ্ছি যে আমরা তাঁর এই সিদ্ধান্তকে সমর্থন করিনি বা সমর্থন করি না।"

English summary
ncp mlas supporting ajit pawar being shifted to goa
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X