For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধর্ষণে অভিযুক্ত মন্ত্রীকে 'ক্লিনচিট' দলের, উল্টে অভিযোগকারীর দিকে উঠল আঙুল

Google Oneindia Bengali News

ধর্ষণে অভিযুক্ত ধনঞ্জয় মুন্ডে স্বস্তি পেলেন দলের সিদ্ধান্তে৷ তিনি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপির সদস্য৷ আর মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে ক্যাবিনেটের সদস্য৷ শুক্রবার একটি সূত্র মারফৎ জানা গিয়েছে যে আপাতত দল তাঁর পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে৷ সেই কারণে এখনই তাঁকে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতে হবে না৷

কোন কারণে এই সিদ্ধান্ত শরদ পওয়ারের দলের?

কোন কারণে এই সিদ্ধান্ত শরদ পওয়ারের দলের?

যিনি ধনঞ্জয় মুন্ডের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন, তাঁর বিরুদ্ধে পালটা হেনস্থার অভিযোগ করেছেন মহারাষ্ট্র সরকারের এক মন্ত্রী৷ ওই মহিলার বিরুদ্ধে একই অভিযোগ করছে বিজেপি ও এমএনএস-এর কয়েকজন নেতা৷ সেই কারণেই শরদ পওয়ারের দল এই সিদ্ধান্ত নিয়েছে বলে ওই সূত্রের দাবি৷

বৃহস্পতিবার রাতে এনসিপির এক উচ্চপর্যায়ের বৈঠক হয়

বৃহস্পতিবার রাতে এনসিপির এক উচ্চপর্যায়ের বৈঠক হয়

বৃহস্পতিবার রাতে এনসিপির এক উচ্চপর্যায়ের বৈঠক হয়৷ সেখানে দলের সভাপতি শরদ পওয়ার, মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পওয়ার, জলসম্পদমন্ত্রী জয়ন্ত পাটিল ও প্রফুল প্যাটেল উপস্থিত ছিলেন৷ তাঁর বাড়িতেই এই বৈঠক হয়৷ সেখানেই ঠিক হয় যে আপাতত সামাজিক ন্যায়বিচার দফতরের মন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার প্রয়োজন নেই মুন্ডের৷

পুলিশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও পদক্ষেপ নয়

পুলিশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও পদক্ষেপ নয়

সম্প্রতি এক মহিলা ধনঞ্জয় মুন্ডের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন৷ তার পর পালটা ওই মহিলার বিরুদ্ধে হেনস্থা ও ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ তোলেন ধনঞ্জয়৷ তার পরই বিজেপির কৃষ্ণ হেগড়ে দাবি করেন যে ওই মহিলা তাঁকেও কয়েক বছর ধরে হেনস্থা করেছেন৷ একই কথা শোনা যায় রাজ ঠাকরের দলের কয়েকজন নেতার কাছ থেকে৷ তার পরই এনসিপি সিদ্ধান্ত নেয় যে পুলিশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মুন্ডে মন্ত্রী হিসেবে থাকতে পারবেন৷

English summary
NCP gives clean chit to Maharashtra minister Dhananjay Munde, demands probe of complainant
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X