For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বহু আবেদনেও সাড়া নেই কংগ্রেসের, গোয়ায় শিব সেনার হাত ধরল এনসিপি

বহু আবেদনেও সারা নেই কংগ্রেসের, গোয়ায় শিব সেনার হাত ধরল এনসিপি

Google Oneindia Bengali News

গোয়ায় জোট হল এনসিপি ও কংগ্রেসের। প্রফুল্ল প্যাটেল অনেক চেষ্টা করেছিলেন এই জোটের জন্য। কিন্তু কংগ্রেসের তরফে কোনও উত্তর এসে পৌঁছায়নি। ফলে তাঁরা জোট সঙ্গী হিসেবে বেছে নিল শিব সেনাকে। বুধবার তাঁরা জানিয়ে দেয় কংগ্রেসের সঙ্গে জোট করার চেষ্টা ব্যর্থ হয়েছে। কংগ্রেসের তরফে কোনও উত্তর পাওয়া যায়নি। তাই তারা জোট করছে শিব সেনার সঙ্গে।

বহু আবেদনেও সারা নেই কংগ্রেসের, গোয়ায় শিব সেনার হাত ধরল এনসিপি

জানা গিয়েছে দ্বীপ রাজ্যে বেশিরভাগ আসনেই দুই দল সমঝোতা করে নেবে এবং সেই অনুযায়ী প্রার্থী দেবে। প্রফুল্ল প্যাটেল জানিয়েছেন, তাঁরা প্রথম দফার প্রার্থী তালিকাঘোষণা করবেন বৃহস্পতিবার। তিনি বলেছেন, 'আমরা কংগ্রেসকে এই নির্বাচন একসঙ্গে লড়ার জন্য অনেকবার বলেছিলাম। তাঁরা দীর্ঘদিন ধরে বিষয়টাকে ঝুলিয়ে রেখে দিয়েছিল। 'না', 'হ্যাঁ' কিছুই বলছিল না ওদের নেতৃত্ব। কতদিন অপেক্ষা করা যায়। আমরা তাই আমাদের যোগ্য জোটসঙ্গী বেছে নিয়েছি'।

তিনি আরও বলেছেন, 'শিবসেনার সঙ্গে হয়তো ৪০টা আসনেই আমরা জোট করছি না তবে বেশিরভাগ আসনেই আমরা সমঝোতার পথে এগোব বলে ঠিক করেছি। এর প্রথম তালিকা আমরা বৃহস্পতিবার প্রকাশ করতে পারি'। প্রসঙ্গত,গোয়ার পাশের রাজ্য মহারাষ্ট্রে জোট করে সরকার চালাচ্ছে এনসিপি ও শিব সেনা। উধ্বব থাকরে প্রধান হিসাবে কাজ করছেন। এদিকে কংগ্রেস ইতিমধ্যেই এই রাজ্যে নির্বাচনের সমস্ত জায়গাতেই তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসও তাদের চেনা গণ্ডী ছেড়ে বেরিয়ে গোয়ার সমস্ত আসনে প্রার্থী দিয়েছে। প্রার্থী ঘোষণা করে দিয়েছে কেজরিওয়ালের আম আদমি পার্টিও। এবার দেখার এইসব দল গোয়ায় ভারতীয় জনতা পার্টিকে উৎখাত করতে পারে কি না।

English summary
ncp shivsena alliance in goa
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X