For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারাক্রান্ত মনে স্মরণ সেই কালো দিনটাকে, বার্তা প্রধানমন্ত্রীরও

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কক
নয়াদিল্লি, ২৬ নভেম্বর: আজ ২৬ নভেম্বর। ঠিক ছ'বছর আগে এই দিনে মুম্বইয়ে ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা। নির্বিচারে গুলি চালিয়ে খুন করেছিল নিরীহ লোকজনকে। গোটা দেশ ব্যথিত চিত্তে স্মরণ করছে শহীদদের। সেই দিনের কথা স্মরণ করে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

২০০৮ সালের ২৬ নভেম্বরের রাত কখনও ভুলবে না দেশ। আজমল কাসভ ও তার সাঙ্গোপাঙ্গোরা উদ্যত অস্ত্র হাতে মুম্বইয়ের কিছু গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালায়। মুম্বই স্টেশন, তাজ হোটেল, ইহুদি সিনাগগ ছিল তাদের আক্রমণের লক্ষ্যবস্তু। সরকারি মতে, মারা যান ১৬৪ জন। যদিও বেসরকারি মতে, এই সংখ্যা অন্তত ৩০০ জন। বিজয় সালাসকর, হেমন্ত করকরে, অশোক কামটের মতো দক্ষ পুলিশ অফিসাররা মারা যান এই হামলায়। শহীদ হন কনস্টেবল তুকারাম ওম্বলে।

মুম্বইয়ের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে ২৬/১১ ঘটনার স্মরণে শোকসভার আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, "২০০৮ সালের এই দিনে মুম্বইয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার কথা আমরা স্মরণ করছি। যাঁরা প্রাণ হারিয়েছিলেন, সেই নিরীহ নারী-পুরুষদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি।"

English summary
Nation remembers martyrs of Mumbai attack, PM also gives message
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X