For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২১ জুন কোভিডের টিকাকরণে ৮০ লাখের গণ্ডি পেরিয়ে নয়া রেকর্ড ভারতের, উচ্ছ্বসিত টুইট মোদীর

Google Oneindia Bengali News

২১ জুন থেকে নয়া ভ্যাকসিন নীতি চালু হওয়ার বার্তা আগেই দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই মতো আজ থেকে দেশে ১৮ বছরের উর্ধ্বে কোভিড ভ্যাকসিন বিনামূ্ল্যে দেশের সর্বত্র চালু হয়েছে। তবে বেসরকারি হাসপাতাল থেকে যাঁরা কিনে ভ্যাকসিন নিচ্ছেন ,তাঁদের ক্ষেত্রে রয়েছে ১৫০ টাকা পর্যন্ত প্রতি ডোজে সর্বোচ্চ পরিষেবা কর। এমন পরিস্থিতিতে আজ ভ্যাকসিনের নয়া নীতি চালু হতেই নতুন রেকর্ডের মুখে দেশ।

নয়া রেকর্ড দেশের

নয়া রেকর্ড দেশের

২১ জুন সন্ধ্যে ৮টা ৩০ মিনিট পর্যন্ত দেশে একদিনে ৮০,৯৬,৪১৭ জনের কোভিড ভ্যাকসিনেশন হয়েছে। যা বিশ্বে একদিনের নিরিখে একটি রোকর্ড। একদিনে এতজনকে এই পরিমাণ ভ্যাকসিন ডোজ কোনও দেশ এর আগে দেয়নি। করোনার দ্বিতীয় স্রোতে বিধ্বস্ত ভারতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

 দেশের ভ্যাকসিন ডোজ একনজরে

দেশের ভ্যাকসিন ডোজ একনজরে

দেশের ভ্যাকসিন পরিসংখ্যান বলছে, সবমিলিয়ে ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়া ভ্যাকসিনের পদক্ষেপের পর এপর্যন্ত ২৮,৩৩,১৩,৯৪২ জন করোনার ভ্যাকসিন পেয়েছেন। প্রথম ডোজ পেয়েছেন ২৩,২৭,৪৪,৮১৩ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫,০৫,৬৯,১২৯ জন।

নরেন্দ্র মোদীর বার্তা

নরেন্দ্র মোদীর বার্তা

এদিকে, দেশে এই রেকর্ড সংখ্যক টিকাকরণ নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেন নরেন্দ্র মোদী। তিনি নিজের টুইটে লেখেন, 'আজকের রেকর্ড ব্রেক করা টিকাকরণেপ সংখ্যা দারুণ আনন্দের। কোভিজের বিরুদ্ধে লড়াইতে ভ্যাকসিন আমাদের সবচেয়ে বড় অস্ত্র। অভিনন্দন তাঁদের যাঁরা ভ্যাকসিন পেয়েছেন। এত সংখ্যক নাগরিককে টিকা দিতে কঠোর পরিশ্রমের জন্য
সকল প্রথম সারির কোভিড যোদ্ধাকে ধন্যবাদ।

 রাজ্যে ১৮ উর্ধ্বদের নয়া ভ্যাকসিন কাল থেকে!

রাজ্যে ১৮ উর্ধ্বদের নয়া ভ্যাকসিন কাল থেকে!

এদিকে দেশে সর্বত্র ১৮ বছরের বয়সীদের জন্য ২১ জুন থেকে নয়া ভ্যাকসিন চালু হয়েছে। তবে রাজ্যে মঙ্গলবার থেকে নয়া নীতির ভ্যাকসিন চালু হবে। এদিন একথা জানিয়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

English summary
Narendra Modi tweets 'well done India' as the country creates new record in Vaccination
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X