For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর অবস্থান শীর্ষেই, মুখ থুবড়ে পড়েছেন বিজেপির মুখমন্ত্রীরা! চমক মমতা-নবীনদের

মোদীর অবস্থান শীর্ষেই, মুখ থুবড়ে পড়েছেন বিজেপির মুখমন্ত্রীরা! চমক মমতা-নবীনদের

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবস্থান শীর্ষেই রয়েছে ২০২২-এর জানুয়ারিতে। কিন্তু বিজেপি-রাজ্যের মুখ্যমন্ত্রীদের হাল খুবই করুন। প্রথম পাঁচে নেই কোনও বিজেপির মুখ্যমন্ত্রী। দেশের বিজেপি মুখ্যমন্ত্রীদের 'স্কোর' খুবই কম। ফলে আসন্ন নির্বাচনে চ্যালেঞ্জের মুখে পড়বে বিজেপি। সম্প্রতি ইন্ডিয়া টুডে'র মুড অফ দ্য নেশন সমীক্ষায় উঠে এসেছে তেমনই চাঞ্চল্যকর তথ্য।

রাহুলের থেকে অনেক এগিয়ে মোদী

রাহুলের থেকে অনেক এগিয়ে মোদী

ইন্ডিয়া টুডে'র মুড অফ দ্য নেশন সমীক্ষায় উঠে এসেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনপ্রিয়তার নিরিখে এখন দেশে শীর্ষস্থান বিরাজ করছেন। তাঁর 'স্কোরে'র ধারে-কাছে কেউ নেই। দ্বিতীয় স্থানে থাকে রাহুল গান্ধীর সঙ্গে প্রথম স্থানে থাকা নরেন্দ্র মোদীর ফারাক ২০২২-এ আরও বেড়ে গিয়েছে। একুশের মাঝামাঝি রাহুল ফারাক অনেকটাই ঘুচিয়ে ফেলেছিলেন মোদীর সঙ্গে। এখন তা আবার ক্রমবর্ধমান।

মমতার অবস্থান কোথায় জাতীয় ক্ষেত্রে

মমতার অবস্থান কোথায় জাতীয় ক্ষেত্রে

জাতীয় রাজনীতিতে নরেন্দ্র মোদীর বিকল্প হয়ে ওঠার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া টুডে'র মুড অফ দ্য নেশন সমীক্ষায় তিনি কোন অবস্থান রয়েছে, তা জানতে আগ্রহ তুঙ্গে। এই সমীক্ষা কিন্তু তৃণমূল সুপ্রিমোর জন্য জাতীয় রাজনীতির মুখ হিসেবে হতাশার। কেননা, বাংলার মুখ্যমন্ত্রী জাতীয় রাজনীতির মুখ হয়ে ওঠার ক্ষেত্রে রয়েছেন ন-নম্বর স্থানে।

প্রথম পাঁচে কোনও বিজেপির মুখ্যমন্ত্রী নেই

প্রথম পাঁচে কোনও বিজেপির মুখ্যমন্ত্রী নেই

জাতীয় রাজনীতিতে মোদী বিরোধী বিকল্প মুখ হয়ে ওঠার লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পিছিয়ে থাকলেও, মুখ্যমন্ত্রী হিসেবে তিনি বিজেপিশাসিত রাজ্যগুলিকে টেক্কা দিয়েছেন। দেশের অধিকাংশ আসনে বিজেপি বা বিজেপির বন্ধু সরকার থাকলেও প্রথম পাঁচে কোনও বিজেপির মুখ্যমন্ত্রী নেই। সেখানে অ-বিজেপি মুখ্যমন্ত্রীদেরই দাপট।

মমতাকে টেক্কা দিয়ে সেরা নবীন পট্টনায়ক

মমতাকে টেক্কা দিয়ে সেরা নবীন পট্টনায়ক

ইন্ডিয়া টুডে'র মুড অফ দ্য নেশন সমীক্ষা অনুযায়ী দেশের সেরা মুখ্যমন্ত্রীত্বের লড়াইয়ে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন উল্লেখযোগ্য অবস্থান। দেশের সেরা মুখ্যমন্ত্রী হয়েছেন মমতার পাশের রাজ্য ওড়িশার নবীন পট্টনায়ক। তিনি বিজেডি দলের প্রতিনিধি। তাঁকেই সবার আগে রেখেছে ইন্ডিয়া টুডে'র মুড অফ দ্য নেশন সমীক্ষা। নবীন পট্টনায়কের স্কোর ৭১.১ শতাংশ।

মমতা বন্দ্যোপাধ্যায়ও পিছিয়ে নেই রেটিংয়ে

মমতা বন্দ্যোপাধ্যায়ও পিছিয়ে নেই রেটিংয়ে

তবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রীর থেকে খুব একটা পিছিয়ে নেই। ইন্ডিয়া টুডে'র মুড অফ দ্য নেশন সমীক্ষার তালিকায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন দুই নম্বরে। তিনি ৬৯.৯ শতাংশ ভোট পেয়ে নবীন পট্টনায়কের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। এ ব্যাপারে প্রবল বিজেপি-বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিশাসিত রাজ্যগুলিকে টেক্কা দিয়েছেন।

প্রথম ছয়ে আরও তার অবিজেপি মুখ্যমন্ত্রী

প্রথম ছয়ে আরও তার অবিজেপি মুখ্যমন্ত্রী

নবীন পট্টনায়ক ও মমতা বন্দ্যোপাধ্যায়ই শুধু নন। আর চারজন অ-বিজেপি মুখ্যমন্ত্রী রয়েছেন এই তালিকায় উপরের দিকে। তারপর সাত নম্বরে রয়েছেন বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী। নবীন ও মমতার পরে রয়েছেন এম কে স্ট্যালিন। তিনি কংগ্রেস-বান্ধব ডিএমকের প্রতিনিধি। তারপর রয়েছেন উদ্ধব ঠাকরে, পিনারাই বিজয়ন ও অরবিন্দ কেজরিওয়াল।

সাত নম্বরে একমাত্র বিজেপি মুখ্যমন্ত্রী

সাত নম্বরে একমাত্র বিজেপি মুখ্যমন্ত্রী

ইন্ডিয়া টুডে'র মুড অফ দ্য নেশন সমীক্ষায় ছয় অ-বিজেপি মুখ্যমন্ত্রীর পরে সাত নম্বরে স্থান পেয়েছেন বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অসমের মুখ্যমন্ত্রীর স্কোরিং ৫৬.৬ শতাংশ। তারপর রয়েছেন কংগ্রেসের দুই মুখ্যমন্ত্রী ছত্তিশগড়ের ভূপেশ বাঘেল ও রাজস্থানের অশোক গেহলট। ৫০ শতাংশের উপরে রয়েছেন ৮ জন মুখ্যমন্ত্রী। উপরিউক্তদের মধ্যে অশোক গেহলটের রেটিং ৫০-এর ঠিক নিচে ৪৪.৯ শতাংশ।

৫০-এর উপের বিজেপি ১, ৪০-এর উপরে ৫

৫০-এর উপের বিজেপি ১, ৪০-এর উপরে ৫

অর্থাৎ ইন্ডিয়া টুডে'র মুড অফ দ্য নেশন সমীক্ষা অনুযায়ী বিজেপি বা তাদের বন্ধুদল শাসিত রাজ্যগুলির মধ্যে মাত্র একটিতে মুখ্যমন্ত্রীর রেটিং ৫০ শতাংশ পার করেছে। মাত্র পাঁচটি রাজ্য অসম, গুজরাট, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীদের রেটিং রয়েছে ৪০ শতাংশের উপরে। বাকিরা তারও নিচে।

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে হতাশার রেটিং

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে হতাশার রেটিং

এখানে উল্লেখ্য, আসন্ন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এই রেটিং বিজেপির জন্য সুখকর নয়। কেননা যে পাঁচ রাজ্যের ভোট হচ্ছে তার মধ্যে চারটিই বিজেপিশাসিত রাজ্য। আর এই রেটিং একেবারে নিচের দিকে রয়েছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড। যা মানুষের সন্তুষ্টি মাত্রার নিচে। গোয়া আর মণিপুর এই তালিকায় নেই। আবার কংগ্রেসশাসিত পাঞ্জাবও সন্তুষ্টি-মাত্রার নিচে অবস্থান করছে।
১০

মোদী সরকারের উত্থান ২০২২-এর রেটিংয়ে

মোদী সরকারের উত্থান ২০২২-এর রেটিংয়ে

তবে দিল্লির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের জন্য উন্নত রেটিং ২০২২-এ। ২০২১ সালের আগস্টে মাত্র ৫৩ শতাংশ ছিল মোদী সরকারের পারফরম্যান্স রেটিং। এবার তা ৭০ শতাংশের বেশি। আর মোদীর রেটিং ছিল ২৪, তা এখন ৫২.৫। আসন্ন বিধানসভা ভোটে না হলেও ২০২৪-এর লোকসভা নির্বাচনে এই সমীক্ষা অনুযায়ী রোডম্যাপ তৈরি করতেই পারে বিজেপি।

English summary
Narendra Modi on top but Mamata Banerjee and others throws challenge to BJP CMs according to survey
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X