For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী নাকি রাহুল, কর্ণাটকবাসীর পছন্দের তালিকায় এগিয়ে কে! কী বলছে সমীক্ষা

কর্ণাটকবাসী বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কংগ্রেস সর্বভারতীয় সভাপতি রাগুল গান্ধীর মধ্যে কাকে বেশি পছন্দ করেন? এই প্রশ্নের জবাবে কর্ণাটকবাসী নরেন্দ্র মোদীকেই এগিয়ে রেখেছেন।

  • |
Google Oneindia Bengali News

২০১৯ সালের লোকসভা ভোটের আর মাত্র একটি বছর বাকী রয়েছে। এখন থেকেই ঘর গোছাতে শুরু করে দিয়েছে বড় দলগুলি। এমনকী আঞ্চলিক দলগুলিও নিজের নিজের রাজ্যে প্রচারের ত্রুটি রাখছে না। বিজেপি বা কংগ্রেসের ক্ষেত্রে দেশের যেকোনও প্রান্তের নির্বাচনই এখন গুরুত্বপূর্ণ। হার বা জিত সবকিছুই আগামী লোকসভা নির্বাচনে প্রভাব ফেলবে।

মোদী নাকি রাহুল, কর্ণাটকবাসীর পছন্দের তালিকায় এগিয়ে কে!

কর্ণাটক নির্বাচনে এবিপি নিউজের জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে বিজেপি বা কংগ্রেস কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার মতো জায়গায় নেই। এককভাবে জিততে গেলে প্রয়োজন ১১৩ আসন। সেখানে কংগ্রেস ৮৮ ও বিজেপি ৯২টি আসন পাবে বলে দাবি করা হচ্ছে। এক্ষেত্রে জেডিএস দলের সাহায্য নিয়েই সরকার গঠন করতে হবে বিজেপি-কংগ্রেসকে।

কর্ণাটকবাসী বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কংগ্রেস সর্বভারতীয় সভাপতি রাগুল গান্ধীর মধ্যে কাকে বেশি পছন্দ করেন? এই প্রশ্নের জবাবে কর্ণাটকবাসী নরেন্দ্র মোদীকেই এগিয়ে রেখেছেন।

মোদীকে পছন্দ করছেন ৪৩ শতাংশ কর্ণাটকবাসী। এদিকে রাহুল গান্ধীর পক্ষে ভোট দিয়েছেন ২৮ শতাংশ কর্ণাটকবাসী। যার অর্থ কর্ণাটকে বিজেপি জিতুক না জিতুক, বিজেপি দলের নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনপ্রিয়তার রাহুলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন। সদ্য দলের সভাপতির পদ পাওয়া রাহুলকে মোদীকে ছুঁতে গেলে আরও কিছুটা জনপ্রিয়তা অর্জন করতে হবে।

English summary
Narendra Modi is more popular than Rahul Gandhi in Karnataka, says ABP News opinion poll
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X