দিল্লির আপ সরকার শহরকে পরিশ্রুত জল সরবরাহ করছে না, অভিযোগ নরেন্দ্র মোদীর
আসন্ন দিল্লি বিধানসভার জন্য দলকে উদ্দীপিত করতে রবিবার রামলীলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা করেন। সেই জনসভা থেকে অরবিন্দ কেজরিওয়ালের আপ সরকারকে কটাক্ষ করে মোদী জানান যে শহরে নোংরা জল সরবরাহ করছে আপ সরকার। প্রসঙ্গত, গোটা দেশ জুড়ে চলছে সিএএ ও এনআরসি নিয়ে প্রতিবাদ–বিক্ষোভ।

রামলীলা ময়দান থেকে নরেন্দ্র মোদী জনসভায় জানান, শহরের সবচেয়ে বড় সমস্যা দেখেও চোখ বন্ধ করে আছে আপ সরকার। সেটা হল পানীয় জল। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচন হতে চলেছে নতুন বছরের শুরুতেই এবং আম আদমি পার্টির সঙ্গে প্রতিদ্বণ্ডিতায় রয়েছে কংগ্রেস ও বিজেপি। দিল্লির বিজেপির পক্ষ থেকে এই জনসভার আয়োজন করা হয়েছে।
এই জনসভায় যোগ দিয়েছিলেন শহরের ১,৭০০ জন অনুমোদনহীন কলোনীর বাসিন্দারা। আপ দাবি করেছিল যে শহরবাসীকে পরিশ্রুত জল সরবরাহের জন্য দেশের মধ্যে এই শহরেই সবচেয়ে বেশি জল পরিশোধক বিক্রি হয়েছে, যদিও আপের এই দাবি উড়িয়ে দিয়েছেন মোদী সরকার।