For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধর্মনিরপেক্ষতার নামে ভোটব্যাঙ্কের রাজনীতি! মহাজোটের মিথ্যাচারের পর্দা ফাঁস মোদীর

Google Oneindia Bengali News

মহাজোটের মহামিথ্যার উপর থেকে পর্দা সরে গিয়েছে। এদিন অসমের তমুলপুরে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভাষাতেই কংগ্রেস-এআইইউডিএমফ-কে আক্রমণ শানান। এদিন প্রধানমন্ত্রী মোদী বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে বলেন, 'মহাজোটের মহামিথ্যার উপর থেকে পর্দা উঠে গিয়েছে। আমার রাজনৈতিক অভিজ্ঞতা বলছে অসমে বিজেপি আসছে।'

সরকার গঠন করতে চলেছে এনডিএ

সরকার গঠন করতে চলেছে এনডিএ

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'আমার রাজনৈতিক অভিজ্ঞতার প্রেক্ষিতে এবং সাধারণ জনগণের থেকে পাওয়া ভালোবাসার নিরিখে আমি এটা স্পষ্ট বুঝতে পারছি যে অসমে ফের একবার এনডিএ সরকার গঠন করতে চলেছে। অসমের পরিচিতির উপর যারা হামলা চালায় এবং হিংসা ছড়ায়, তাদের অসমের মানুষ কোনওদিন মেনে নেয় না।'

ধর্মনিরপেক্ষতার নামে ভোটব্যাঙ্কের রাজনীতি

ধর্মনিরপেক্ষতার নামে ভোটব্যাঙ্কের রাজনীতি

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, 'আমরা সবার জন্য কাজ করি। কাজ করার সময় আমরা কখনই কোনও ভেদাভেদ করি না। কিন্তু কিছু মানুষ রয়েছেন যারা নিজেদের স্বার্থে মানুষে মানুষে বিভাজন তৈরি করে ভোটব্যাঙ্ক তৈরি করে এবং সেই নীতিকেই ধর্মনিরপেক্ষতার তকমা দেয়। কিন্তু আমরা যদি সবার জন্য কাজ করি তাহলে সেটা সাম্প্রদায়িক হয়ে যায়। এই ধর্ম নিরপেক্ষতা এবং সাম্প্রদায়িকতার খেলা দেশের অনেক ক্ষতি করেছে।'

শান্তি ফেরানোর আবেদন

শান্তি ফেরানোর আবেদন

পাশাপাশি এদিন অসমের বিচ্ছিনতাবাদী সংগঠনগুলির উদ্দেশে প্রধানমন্ত্রী মোদী মূল ধারায় ফিরে আসার আবেদন রাখেন। প্রধানমন্ত্রী মোদী বলেন, 'মা এবং বোনেরা, আমি আপনাদের আস্বস্ত করতে চাই যে ভবিষ্যতে আপনাদের ছেলেদের হাতে বন্দুক উঠবে না। তাদের জঙ্গলে জীবন যাপন করতে হবে না। তাদের অন্য কারোর বুলেটের আঘাতে প্রাণ দিতে হবে না। এটা এনডিএ সরকারের প্রতিশ্রুতি।'

অসম বিকাশ চায়

অসম বিকাশ চায়

প্রধানমন্ত্রী মোদ বলেন, 'অসমের মানুষ বিকাশ, শান্তি এবং স্থিতাবস্থা, ঐক্যের সঙ্গে আছে। অসমের গৌরবকে যারা তাচ্ছিল্য করে, তাদের অসমের মানুষ সহ্য করতে পারে না। বিগত পাঁচ বছরে এনডিএ-র ডবল ইঞ্জিন সরকার মানুষরে দুই গুণ বেশি পরিষেবা দিতে সক্ষম হয়েছে। ভূপেন হাজারিকা ব্রিজ, বোগিবিল ব্রিজ তৈরি হয়েছে। আরও একাধিক ব্রিজের নির্মাণ কাজ চলছে। আমাদের মন্ত্র, সবকা সাথ, সবকা বিকাশ।'

English summary
Narendra Modi claimed Grand Alliance led by Congress lying in the name of secularism in Assam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X