For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ভ্রষ্টাচার বাঁচাও অভিযান' শুরু হয়েছে! বিরোধীদের তীব্র আক্রমণ মোদীর

  • |
Google Oneindia Bengali News

ফের একবার কড়া ভাষায় বিরোধীদের আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দুর্নীতি ইস্যুতে তোপ তাঁর। আজ মঙ্গলবার দিল্লিতে বিজেপি কার্যালয়ের বিস্তার উদ্বোধনে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখান থেকে তিনি বলেন, দুর্নীতিগ্রস্থ নেতারা একসঙ্গে এক মঞ্চে আসছে!

ভ্রষ্টাচার বাঁচাও অভিযান শুরু হয়েছে! বিরোধীদের তীব্র আক্রমণ মোদীর

শুধু তাই নয়, কিছুদল মিলে 'ভ্রষ্টাচার বাঁচাও অভিযান' শুরু করেছে বলেও তীব্র আক্রমণ প্রধানমন্ত্রীর। আর এহেন মন্তব্য ঘিরেই সমালোচনার ঝড় বিরোধী শিবিরে।

সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ একজোট হচ্ছে বিরোধীরা। শুধু তাই নয়, কেন্দ্রীয় এজেন্সি অর্থাৎ সিবিআই এবং ইডির অপব্যবহার নিয়েও সরব বিরোধীরা। এমনকি এই বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বিরোধীরা। আর সেই বিষয়টিকেই কটাক্ষ মোদীর।

শুধু তাই নয়, তিনি বলেন, গোটা বিশ্বেই হিন্দুস্থান ডঙ্কা বাজাচ্ছে। আর সেখানে দাঁড়িয়ে দেশের ভিতরে এবং দেশের বাইরে বসে থাকা 'ভারত বিরোধী শক্তিগুলি' একজোট হচ্ছে বলেও তোপ নরেন্দ্র মোদীর। শুধু তাই নয়, এই শক্তিগুলিই যে কোনও ভাবেই ভারতের বিকাশের ধারাকে ছিনিয়ে নিতে চায় বলেও দাবি তাঁর।

এদিন একাধিক ইস্যুতে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তা বলতে গিয়ে তিনি বলেন, ভারতের সংবিধানিক সংস্থাগুলিই দেশের বুনিয়াদ তৈরি করে। শুধু তাই নয়, দেশকে শক্তিশালী তৈরি করে। কিন্তু তাদের বিরুদ্ধেই অভিযোগের আঙুল ওঠে বলে দাবি নরেন্দ্র মোদীর। এমনকি বদনাম করতেই এই আঙুল তোলা হচ্ছে বলেও অভিযোগ তাঁর।

পাশাপাশি প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা নষ্ট করার ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে মোদী বলেন, বিজেপি গত ৯ বছরে দুর্নীতির বিরুদ্ধে এক অভিযান চালিয়েছে। যেখানে দুর্নীতিগ্রস্ত এবং দুর্নীতিবাজদের একেবারে নাড়িয়ে রেখে দিয়েছে বলে দাবি বিজেপি সাংসদের।

তাঁর মতে, বিজেপি যখনই ক্ষমতায় আসে তখনও দুর্নীতিগ্রস্থদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়। কিন্তু যারা এই দুর্নীতিতে জড়িয়ে তাঁদের বিরুদ্ধে যখন এজেন্সি ব্যবস্থা নেয় তখন তদন্তকারী সংস্থাগুলিকেই একহাত নেওয়া হয় বলে অভিযোগ পিএম মোদীর।

অন্যদিকে নাম না করে ফের একবার রাহুল গান্ধীকেও আক্রমণ শানান নরেন্দ্র মোদী। বলেন, যখন কোর্ট কোনও নির্দেশ দেয় তখন আদালতের বিরুদ্ধেই প্রশ্ন তোলা হয়। আর এই প্রসঙ্গে তাঁর দাবি, কিছু দল মিলে ভ্রষ্টাচার বাঁচাও অভিযান শুরু করেছে। বলে রাখা প্রয়োজন, গিত কয়েকদিন আগেই মোদী পদবী বিতর্কে রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে আদালত।

English summary
Narendra Modi attacks opposition, he says some political parties have started 'Bhrashtachari Bachao Abhiyan'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X