For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জল্পনার অবসান, মণিপুরের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন এন বীরেন সিং

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের যে চার রাজ্যে বিজেপির জয়জয়কার হয় এর মধ্যে মণিপুর একটি। সে রাজ্যে বিজেপির জয়ের পরেই মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে গত কয়েকদিন ধরেই নানা জল্পনা তৈরি হয়। একাধিক নাম সামনে আসে। দফায় দফায় সেই সম

  • |
Google Oneindia Bengali News

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের যে চার রাজ্যে বিজেপির জয়জয়কার হয় এর মধ্যে মণিপুর একটি। সে রাজ্যে বিজেপির জয়ের পরেই মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে গত কয়েকদিন ধরেই নানা জল্পনা তৈরি হয়। একাধিক নাম সামনে আসে। দফায় দফায় সেই সমস্ত নাম নিয়ে পর্যালোচনা করা হয়।

মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন এন বীরেন সিং

তবে শেষমেশ এন বীরেন সিংয়ের নামেই সীলমোহর দেয় কেন্দ্রীয় নেতৃত্ব। আর এরপরেই মণিপুরের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন এন বীরেন সিং।

আজ সোমবার একটি অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন তিনি। এন বীরেন সিংয়ে শপথবাক্য পাঠ করান সে রাজ্যের রাজ্যপাল L Ganesan। এদিনের এই অনুষ্ঠানে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সহ একাধিক শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। ছিলেন মণিপুরের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বও।

বলে রাখা প্রয়োজন, এন বীরেন সিং এই নিয়ে দ্বিতীয়বার মণিপুরের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ছিলেন নির্মলা সীতারমণ সহ একাধিক বিজেপির শীর্ষ নেতৃত্ব।

অন্যদিকে রবিবার একটি উচ্চপর্যায়ের বৈঠক হয় মণিপুর বিজেপিতে! কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং কিরণ রিজিজু'র উপস্থিতিতে এই বৈঠক হয়। যেখানে মণিপুরের সমস্ত জয়ী বিধায়করাও ছিলেন। সেখানেই সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে এন বীরেন সিংয়ের নাম সামনে আসে। এবং তাতে সর্বসম্মতিক্রমে শিলমোহর দেওয়া হয়। আর এরপরেই সেটি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হয়। আর তাতে অনুমোদন দেয় দল।

তবে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে টিএইচ বিশ্বজিৎ ও ওয়াই খেমচাঁদের নামও সামনে আসছিল। কিন্তু পাঁচ বারের বিধায়ক বীরেন সিংয়ের উপরেই আস্থা রাখে দল। শুধু তাই নয়, মণিপুরের রাজনীতিতে বিশ্বস্ত সৈনিক হিসাবেই পরিচিত বিজেপির বর্ষীয়ান নেতা। এমনকি দলের শৃঙ্খলা মেনে চলার ক্ষেত্রেও বারবার নজর কেড়েছেন বীরেন সিং। আর সেই কারণেই তাঁকে বেছে নেওয়া বলে মনে করছেন রাজনইতিকমহল।

ভোটের ফলাফল প্রকাশের পরেই দিল্লিতে উড়ে যান বীরেন সিং। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নাড্ডা সহ একাধিক বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করেন তিনি।

উল্লেখ্য মনিপুর বিধানসভা আসনের ৬০টির মধ্যে ৩২টি জয় পেয়েছে বিজেপি। আর এরপরেই সংখ্যাগরিষ্ঠতার নিরিখে সরকার গিঠনের দাবি জানানো হয়। তবে ২০১৭ সালে মাত্র ২১টি আসন পেয়েই খুশি থাকতে হয়েছিল বিজেপিকে। এবার অনেকটাই আসব বেড়েছে।

জানা যাচ্ছে, খুব শীঘ্রই মন্ত্রিসভা গঠন করা হবে মণিপুরে। এবারের মন্ত্রিসভায় একগুচ্ছ নতুন মুখ আসতে পারে বলে জানা যাচ্ছে। তবে এদিন বেশ কয়েকজন বিধায়ক ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন।

English summary
N Biren Singh takes oath as the Chief Minister of Manipur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X