For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাতির বিমা যোজনা! মাইসোরে 'দশেরা হাতি'-র দল এল বিমার আওতায়!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

মাইসোর, ২৭ অগাস্ট : মাইসোরের বিখ্যাত দশেরা উৎসব যেমন পৃথিবী বিখ্যাত, তেমনই জনপ্রিয় এই উৎসবে অংশ নেওয়া হাতিরাও। বছরের সেরা উৎসব দশেরায় মূল আকর্ষণ এই হাতিরাই। আর তাই জীবনকে রক্ষা করা এখানকার বন দফতরের কর্মীদের প্রধান লক্ষ্য। [মহীশূর নিযে অজানা তথ্য জেনে নিন একনজরে]

বিজয় দশমীর দিন এখানে 'জাম্বো সাভরি' উৎসব হয়। সেজন্য ১২টি হাতিকে কঠোর অনুশাসনের মধ্যে নিত্যদিন নিয়ম মেনে অনুশীলন করানো হয়। হাতিদের সুস্থ ও সুরক্ষিত রাখতে এই দায়িত্ব কাঁধে নিয়েছে বন দফতরই। [ভারতে এমন আজব সংগ্রহশালা রয়েছে আপনি জানতেন?]

হাতির বিমা যোজনা! মাইসোরে 'দশেরা হাতি'-র দল এল বিমার আওতায়!

এই হাতিদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময়ে তাদের চোট লাগতে পারে, অথবা অনুষ্ঠানের সময়ে নানা দুর্ঘটনা ঘটাতে পারে হাতিরা, সেজন্য এবছরও তাদের বিমা করানো হচ্ছে। সংবাদসংস্থা 'দ্য হিন্দু'-র খবর অনুযায়ী মোট ১২টি হাতির বিমার খরচ পড়বে ৩২ লক্ষ টাকা। এর পাশাপাশি মাহুতদেরও বিমার আওতায় আনা হয়েছে। [বিস্ময়কর 'রামসেতু' নিয়ে অদ্ভুত কয়েকটি তথ্য]

ইতিমধ্যে ৬টি হাতি দশেরা উৎসবের জন্য এসে গিয়েছে। তাদের বিমাও করানো হয়ে গিয়েছে। বাকী ৬টি হাতি আগামী মাসের শুরুতেই চলে আসবে। তাদের তখনই বিমা সেরে ফেলা হবে। [ভারতের এই বিলাসবহুল ট্রেনগুলির নাম শুনেছেন কি?]

মাইসোরের দশেরা কমিটি হাতি প্রতি প্রতিবছর ৪১ হাজার টাকা করে প্রিমিয়াম দেবে। হাতিদের বয়স ও লিঙ্গ অনুযায়ী এই পরিমাণ প্রিমিয়ামের টাকাই দেওয়া হবে বলে স্থির হয়েছে। বন আধিকারিক গণেশ ভাট জানিয়েছেন, এটি একটি নিয়মিত ঘটনা। প্রতিবারের মতো এবারও এই বিমা করানো হচ্ছে।

English summary
Mysuru Dasara elephants get insurance cover
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X