For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুর্নীতির তদন্ত চেয়ে জয়-জয়ন্তকে একসারিতে টেনে আনলেন যশবন্ত সিনহা

প্যারাডাইস পেপার্স কেলেঙ্কারিতে নিজের ছেলে তথা কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিনহার নাম জড়ানো নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা।

  • |
Google Oneindia Bengali News

প্যারাডাইস পেপার্স কেলেঙ্কারিতে নিজের ছেলে তথা কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিনহার নাম জড়ানো নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। দাবি জানালেন, তাঁর ছেলের বিরুদ্ধে ওঠা দুর্নীতির যেমন তদন্ত হওয়া উচিত, তেমনই বিজেপি সভাপতি অমিত শাহর ছেলে জয় শাহের বিরুদ্ধে ওঠা জালিয়াতির তদন্তও হওয়া উচিত।

দুর্নীতির তদন্ত চেয়ে জয়-জয়ন্তকে একসারিতে টেনে আনলেন যশবন্ত সিনহা

[আরও পড়ুন:পাল্টে গিয়েছেন দিদি!' দুর্নীতির বাণে মমতার দ্বিচারিতাকে নগ্ন করে ছাড়লেন মুকুল][আরও পড়ুন:পাল্টে গিয়েছেন দিদি!' দুর্নীতির বাণে মমতার দ্বিচারিতাকে নগ্ন করে ছাড়লেন মুকুল]

শুধু তাই নয়, ফের একবার মোদী সরকারের জিএসটি কর ব্যবস্থাকে তোপ দেগে যশবন্ত বলেছেন, গোটাটাই ব্যর্থ হয়েছে। চুটকিতে ঠিক হওয়ার বিষয় এটা নয়।

দুর্নীতি প্রসঙ্গে ছেলের নাম ওঠা নিয়ে যশবন্ত বলেন, সকলের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। অমিত শাহের ছেলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তারও তদন্ত হওয়া উচিত।

প্রসঙ্গত গত সোমবার প্যারাডাইস পেপার্স আর্থিক কেলেঙ্কারির ঘটনা সামনে আসে। সেখানে ভারতের মোট ৭১৪ জনের নাম উল্লেখ করা হয়। সেখানেই জয়ন্ত সিনহার নাম রয়েছে। এদিকে অমিত শাহের ছেলে জয়ের নামে অভিযোগ ওঠে বিজেপি ক্ষমতায় আসার পরে জয়ের কোম্পানি ১৬০০ গুণ মুনাফা লুটেছে। অথচ তাও লোকসান দেখানো হয়েছে।

এর আগে যশবন্ত সিনহা নরেন্দ্র মোদী সরকারের নোট বাতিল ও জিএসটি প্রকল্পের বিস্তর সমালোচনা করেছিলেন। জিএসটি কাঠামোয় গলদ রয়েছে বলেও মোদী সরকারকে কাঠগড়ায় দাঁড় করান তিনি।

[আরও পড়ুন:তৃণমূলের দু'নম্বরই বিজেপিতে এক নম্বর! ধর্মতলা দেখাল রাজ্যে এবার মমতা বনাম মুকুল][আরও পড়ুন:তৃণমূলের দু'নম্বরই বিজেপিতে এক নম্বর! ধর্মতলা দেখাল রাজ্যে এবার মমতা বনাম মুকুল]

English summary
My Son Deserves To Be Investigated; So Does Jay Shah, Says Yashwant Sinha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X