For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসে আমার অবস্থা 'বন্ধ্যাত্বকরণ' করা বর-এর মতো, বিস্ফোরক হার্দিক প্যাটল

কংগ্রেসে আমার অবস্থা 'বন্ধ্যাত্বকরণ' করা বর-এর মতো, বিস্ফোরক হার্দিক প্যাটল

  • |
Google Oneindia Bengali News

গুজরাতেও কংগ্রেসের মধ্যে দলাদলি শুরু। কয়েক মাসেই নির্বাচন হতে চলেছে গুজরাতে তার আগেই ছন্নছাড়া অবস্থায় দেখা যাচ্ছে কংগ্রেসকে৷ বেশ কিছু বিষয় নিয়ে ক্ষুব্ধ দলের কার্যকরী সভাপতি হার্দিক প্যাটেল। তিনি প্রকাশ্যে রাজ্যে কংগ্রেস কর্তাদের কটাক্ষ করেছেন। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনের আগে হার্দিক প্যাটলকে দলে এনেছিলেন রাহুল গান্ধী। গুজরাত নির্বাচনের ঠিক আগেই দলের অভ্যন্তরীণ অশান্তোষ প্রকাশ করেছেন হার্দিক, কারণ গুজরাতের প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তাঁকে পাশ কাটিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন বলেও অভিযোগ করেছেন হার্দিক৷ তিনি বলেছিলেন যে রাজ্য কংগ্রেস ইউনিটের কোনও সভায় তাঁকে আমন্ত্রণ জানানো হয় না এবং সিদ্ধান্ত নেওয়ার আগে তার সঙ্গে কখনও পরামর্শ করা হয় না।

কংগ্রেসে আমার অবস্থা বন্ধ্যাত্বকরণ করা বর-এর মতো, বিস্ফোরক হার্দিক প্যাটল

হার্দিক বলেছেন, দলে আমার অবস্থান হল একজন নতুন বরের মতো যাকে নাসবন্দী (বন্ধ্যাত্বকরণ) করানো হয়েছে। যে কয়েকটি রাজ্যে ক্ষমতাসীন বিজেপির সঙ্গে সরাসরি লড়াই চলছে কংগ্রেসের তার একটি হল গুজরাত। সেখানেই দলের মধ্যে অর্ন্তদ্বন্দ কংগ্রেসের জন্য অত্যন্ত উদ্বেগজনক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্য গুজরাটে ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা। হার্দিক আরও বলেন, গুজরাতে, কংগ্রেসে নরেশ প্যাটেলকে অন্তর্ভুক্ত করার বিষয়ে যে আলোচনা চলছে তা সমগ্র প্যাটেল সম্প্রদায়ের জন্য অপমানজনক। এটি দু'মাসেরও বেশি হয়ে গিয়েছে। কেন এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি? কংগ্রেস হাইকমান্ড বা স্থানীয় নেতৃত্বের দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। নরেশ প্যাটেলের দলে অন্তর্ভুক্তি বিষয়ে৷

ডিউটি সামলে দুঃস্থ ছাত্রের স্পেশ্যাল ক্লাস নেন এই পুলিশডিউটি সামলে দুঃস্থ ছাত্রের স্পেশ্যাল ক্লাস নেন এই পুলিশ

২০১৫ সালে হার্দিক প্যাটেল পাটিদার আন্দোলনের সময়কার একটি মামলায় জড়িয়ে পড়েন সম্প্রতি সুপ্রিম কোর্ট এই মামলার রায়ে স্থগিতাদেশ দেওয়ার একদিন পরই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন হার্দিক। দেশে মোদী বিরোধী মুখদের মধ্যে অন্যতম জনপ্রিয় হলেন হার্দিক৷ গুজরাতে খোদ মোদী গড়ে কয়েকবছর আগে হওয়া বিজেপি বিরোধী আন্দোলনের প্রধান মুখ ছিলেন হার্দিক। তা্র সঙ্গেই রাজ্যের প্যাটল ও দলিত ভোটের একটা অংশ রয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ তবে প্রায় পা্চ বছর আগে ভোটের আগে কংগ্রেসে যোগ দিয়েও দলকে বড় জয় এনে দিতে পারেননি হার্দিক৷ অনেকেই মনে করছেন সে কারণেই কংগ্রসে আদি নেতাদের গোষ্ঠীর চাপে কিছুটা কোনঠাসা হার্দিক৷

English summary
My situation in the Congress is like groom with nasbandi, says Hardik Patel
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X