For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুজফফরপুর হোম কাণ্ড: যৌন হেনস্থার ঘটনায় দোষী সাব্যস্ত বিধায়ক ব্রিজেশ সহ ১৮ জন

মুজাফ্ফরপুর হোম কাণ্ড: যৌন হেনস্থার ঘটনায় দোষী সাব্যস্ত বিধায়ক ব্রিজেশ সহ ১৮ জন

  • |
Google Oneindia Bengali News

বিহারের সাম্প্রতিক অপরাধের ইতিহাসে অন্যতম হাইপ্রোফাইল কাণ্ড মুজাফ্ফরপুর হোমের ঘটনা। সেখানে দিনের পর দিন একাধিক মহিলাকে যৌন হেনস্থার শিকার হতে হয় বলে খবর ছিল। আর সেই খবর ছড়িয়ে পড়তেই অভিযোগের তির যায় ব্রজেশ ঠাকুরের উপর। বিহারের নামজাদা বিধায়ক ব্রজেশ ঠাকুরের বিরুদ্ধে মামলা দায়ের হতেই তাঁকে এদিন দোষী সাব্যস্ত করে আদালত।

মুজাফ্ফরপুর হোম কাণ্ড: যৌন হেনস্থার ঘটনায় দোষী সাব্যস্ত বিধায়ক ব্রিজেশ সহ ১৮ জন

শুধু ব্রজেশ ঠাকুরই নন, ঘটনায় আরও ১৯ জনের বিরুদ্ধে ছিল অভিযোগ। আর সেই অভিযোগ মতো ১৮ জনের বিরুদ্ধেই দায়ের হয়েছে মামলা। সকলকেই এদিন দিল্লির আদলত দোষী সাব্যস্ত করেছে। তবে একজন অভিযুক্তকে ছাড় দিয়েছে দিল্লির আদালত। এদের সকলের বিরুদ্ধে পসকো অ্যাক্টে দায়ের হয়েছে মামলা। ছিল গণধর্ষণের অভিযোগও। সমস্ত দিক খতিয়ে আদালত আজ ১৯ জনকে দোষী সাব্যস্ত করেছে।

এর আগে বিহার পিপলস পার্টির বিধায়ক ব্রজেশ মিশ্রের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ দায়ের হয়। তাঁর বিরুদ্ধে মুজফ্ফরপুরের ওই হোমটিতে যৌন হেনস্থা ও গণধর্ষণে উস্কানির অভিযোগ উঠেছে।

গোটা ঘটনার সূত্রপাত টাটা ইনস্টিটিউট অফ সোস্যাস সায়েন্সসের একটি রিপোর্টের সূত্রে। সেখানে বিহারের ২০১৮ সালের ২৬ মে-র ঘটনা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করা হয়। সেই ঘটনাই ছিল মুজফ্ফরনগর হোমকাণ্ড। এরপরই দায়ের হয়েছে একের পর এক মামলা। যেখাবে ৩০ জন নাবালিকাকে যৌন হেনস্থা করা হয়েছে। ঘটনা গড়িয়েছে দেশের সুপ্রিম কোর্ট পর্যন্তও।

গোটা ঘটনার সূত্রপাত টাটা ইনস্টিটিউট অফ সোস্যাস সায়েন্সসের একটি রিপোর্টের সূত্রে। সেখানে বিহারের ২০১৮ সালের ২৬ মে-র ঘটনা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করা হয়। সেই ঘটনাই ছিল মুজফ্ফরনগর হোমকাণ্ড। এরপরই দায়ের হয়েছে একের পর এক মামলা। যেখাবে ৩০ জন নাবালিকাকে যৌন হেনস্থা করা হয়েছে। ঘটনা গড়িয়েছে দেশের সুপ্রিম কোর্ট পর্যন্তও।

 ইয়েচুরি যাবেন রাজ্যসভায়! দু-বছরের নাটকের অবসান, সিপিএমকে ধরতেই হল 'হাত’ ইয়েচুরি যাবেন রাজ্যসভায়! দু-বছরের নাটকের অবসান, সিপিএমকে ধরতেই হল 'হাত’

English summary
Muzaffarpur shelter home case, Brajesh Thakur and 18 others sexually assault case .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X