For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মুসলিমদের যাওয়ার জন্য ১৫০ টি দেশ রয়েছে, হিন্দুদের শুধুই ভারত', দাবি রুপানির

  • |
Google Oneindia Bengali News

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যখন গোটা উত্তাল , তখন বিজেপি শাসিত গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানির মন্তব্য ঘিরে শুরু হল নয়া বিতর্ক। এক সভায় তিনি নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মুখ খুলতে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগার পাশাপাশি একাধিক প্রসঙ্গ তোলেন পাকিস্তানে বসবাসকারী হিন্দুদেরও।

মুসলিম প্রসঙ্গ ও রুপানি

মুসলিম প্রসঙ্গ ও রুপানি

গুজরাতের সবরমতি আশ্রমের বাইরে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি শাসিত গুজরাতের মুখ্যমন্ত্রী বলেন, ' আফগানিস্তানে হিন্দু আর শিখ একটা সময় ২ লাখ ছিল, বর্তমানে তা ৫০০ জন। মুসলিমরা ১৫০ টি দেশের যেকোনও জায়গায় যেতে পারেন, কিন্তু হিন্দুদের জন্য শুধুমাাত্র রয়েছে ভারত। তাহলে কী সমস্যা রয়েছে যদি তাঁরা (হিন্দু) এদেশে আসতে চান?'

পাকিস্তানি হিন্দু শরণার্থী প্রসঙ্গ

পাকিস্তানি হিন্দু শরণার্থী প্রসঙ্গ

পাকিস্তানের হিন্দু শরণার্থী প্রসঙ্গে বিজয় রুপানি বলেন, ' ১৯৪৭ সালের দেশভাগের পর পাকিস্তানের ২২ শতাংশ হিন্দু ছিলেন। এরপর ধর্ষণ, অত্যাচার, অনন্তর নিগ্রহের পর সেই শতাংশ নেমে আসে ৩ শতাংশে। আর সেই জন্যই সেদেশের হিন্দুরা ভারতে আসতে চান। আর আমরা যখন এটা করছি এখন, আপনারা বিরোধিতা করছেন।'

 বাংলাদেশ সম্পর্কে রুপানি

বাংলাদেশ সম্পর্কে রুপানি

অনুষ্ঠানে রুপানি দাবি করেন, বাংলাদেশে এই মুহূর্তে হিন্দু শরণার্থীর শতাংশ ২ । ফলে গোটা বিষয়টি রীতিমতো হতবাক করার মতো, বলে দাবি করেন তিনি। প্রসঙ্গত, গেরুয়া শিবিরের পোক্ত দূর্গ গুজরাতের ৩৩ টি জেলায় ভিন্ন ভিন্ন স্তরে নাগরিকত্ব আইন বিরোধী সভা, মিছিল দেখা যায় গত কয়েক সপ্তাহ ধরে।

English summary
Muslims have 150 countries to go to, Hindus have only India says Gujarat CM .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X