For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যোগ্যতা সত্ত্বেও 'মুসলমান' বলে চাকরি হল না এক যুবকের

  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ২১ মে : জিশান আলি খান। ২২ বথর বয়স, এমবিএ গ্র্যাজুয়েট। সবরকম যোগ্যতা থাকা সত্ত্বেও ইন্টারভিউ দিতে গিয়ে খালি হাতে ফিরতে হল তাঁকে। কেন? তাঁর একটাই অপরাধ, তিনি মুসলিম।

আর এই একটাই কারণে মুম্বইয়ের একটি কোম্পানি খালি হাতে ফেরাল জিশানকে। ভারত যেখানে ধর্মীয় সম্প্রীতি ও সর্ব ধর্ম সমন্বয়ের ক্ষেত্র হিসাবে সারা বিশ্বে সমাদৃত সেখানে এদিনে ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, প্রদীপের তলার অন্ধকার চিত্রটা।

যোগ্যতা সত্ত্বেও 'মুসলমান' বলে চাকরি হল না এক যুবকের


ঘটনা হল, দুই বন্ধুর সঙ্গে মিলে মুম্বইয়ের একটি কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছিলেন জিশান। কোম্পানিটি হিরের রপ্তানি করে। সেখানে মার্কেটিং দপ্তরে চাকরির দরখাস্ত করেন তিন বন্ধু। প্রথম রাউন্ড দিয়ে বেরিয়ে এসে বাকী দুজন অর্থাৎ মুকুন্দ মনি ও ওঙ্কার বনসোদে দ্বিতীয় রাউন্ডের ইন্টারভিউতে ডাক পেলেও জিশানকে মেল করে জানিয়ে দেওয়া হয়, কোম্পানি কোনও মুসলমান প্রার্থীকে চাকরিতে নেয় না।

ঘটনায় বিষণ্ণ জিশান সঙ্গে সঙ্গে ঘটনাটি বিস্তারিতভাবে স্যোশাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে জানান এবং তারপরই তা ক্রমেই ভাইরাল হয়ে ওঠে।

পরে জিশানের পিতা মহম্মদ আলি পুলিশে নালিশ জানান। অন্যদিকে জাতীয় সংখ্য়ালঘু কমিশনও বিষয়টির তদন্তে নেমেছে।

English summary
Muslim youth denied job by company saying it hires only 'non-Muslim candidates'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X