For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কাশ্মীরে পেশী শক্তি কার্যকরী হবে না', বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে আরও যা বললেন মেহবুবা

কাশ্মীরের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীরের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। পিডিপি নেত্রী মুফতি এদিন জানান, বিজেপির সঙ্গে জোটবাঁধা হয়েছিল অনেক সুদূরপ্রসারী লক্ষ্য স্থির করে। বহু মাসের চেষ্টার পর এই জোট গঠিত হয়। যে জোট প্রথম থেকেই সমঝোতা আর আলোচনার রাস্তায় এগোতে চেয়েছে।

কাশ্মীরে পেশী শক্তি কার্যকরী হবে না, বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে আরও যা বললেন মেহবুবা

বিজেপির সঙ্গে কোন ইস্যুতে পিডিপির ঝামেলা বাঁধে ,তা এদিন, নিজের বক্তব্যে স্পষ্ট করে দেন মেহবুবা। তিনি বলেন , আর্টিক্যাল ৩৭০ নিয়ে যাবতীয় দ্বন্দ্বের সূত্রপাত। কাশ্মীরে পেশীশক্তি কার্যকরী হবে না, তাই পিডিপি চেয়েছে সবসময়েই মানবিকভাবে সেখানে স্বস্তির পরিস্থিতি বজায় রাখতে। মেহবুবা মুফতি এদিন জানিয়ে দেন , তিনি বিজেপির পদক্ষেপে অবাক হননি। বার বার নিজের বক্তব্যে তিনি তুলে ধরেছেন বিজেপির ব্যর্থতা। তাঁরা দাবি পাকিস্তানের সঙ্গে আলোচনার রাস্তা তৈরিই করতে চাননি প্রধানমন্ত্রী। তিনি জানান , ১১ হাজার যুবকের ওপর থেকে মেহববুবা সরকার মামলা প্রত্যাহার করে নেয় কেবলমাত্র কাশ্মীরের শান্তির কথা ভেবে।

[আরও পড়ুন:বিজেপি-পিডিপি ভাঙনের পর কোন পথে কাশ্মীরের রাজনীতি? আসন-অঙ্ক কী বলছে][আরও পড়ুন:বিজেপি-পিডিপি ভাঙনের পর কোন পথে কাশ্মীরের রাজনীতি? আসন-অঙ্ক কী বলছে]

এদিন মেহবুবা মুফতি জানিয়েছেন কোনওভাবেই আর্টিক্যাল ৩৭০ নিয়ে নিজেদের অবস্থান থেকে সরে আসবেন না তাঁরা। পাশাপাশি, মেহবুবা মুফতি জানিয়ে দিয়েছেন, কোনওভাবেই তিনি কোনও রাজনৈতিক সম্ভাবনার কথা ভাবছেননা। এজন্য নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন রাজ্যপালকে।

[আরও পড়ুন:কাশ্মীরে কি ফের সরকার গঠনের দাবি জানাবেন ওমর আবদুল্লা! কী বলছে ন্যাশনাল কনফারেন্স][আরও পড়ুন:কাশ্মীরে কি ফের সরকার গঠনের দাবি জানাবেন ওমর আবদুল্লা! কী বলছে ন্যাশনাল কনফারেন্স]

English summary
'Muscular policy' won't work in J&K, we believe in 'healing touch'.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X