For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কুর্ণিশ ! দুর্যোগের বৃষ্টিতে ভিজেও কর্তব্যে অবিচল মুম্বইয়ের এই পুলিশ কর্মী, দেখুন ভিডিও

গোয়া-মুম্বইয়ে বর্ষা ক্রমেই প্রকট রূপ নিচ্ছে। প্রবল বর্ষণে বেশ কিছুদিন ধরেই বিপর্যস্ত মায়ানগরী মুম্বই। এদিন ৩০ মিনিটের বৃষ্টিতে গোটা শহর জলে ভাসতে শুরু করে দেয়।

  • |
Google Oneindia Bengali News

গোয়া-মুম্বইয়ে বর্ষা ক্রমেই প্রকট রূপ নিচ্ছে। প্রবল বর্ষণে বেশ কিছুদিন ধরেই বিপর্যস্ত মায়ানগরী মুম্বই। এদিন ৩০ মিনিটের বৃষ্টিতে গোটা শহর জলে ভাসতে শুরু করে দেয়। এরকম অবস্থায় যাবতীয় প্রতিকূল পরিস্থিতি সামাল দিতে তখপপর মুম্বই প্রশাসন। সতর্কতা জারি হয়েছে পৌরসভার তরফেও। কিন্তু বহু সময়েই অনেকে প্রশ্ন তোলেন প্রশাসনিক তৎপরতা নিয়ে । প্রশ্ন ওঠে যোগ্য সময়ে প্রশাসন কী তৎপরতা দেখায়? প্রশ্ন ওঠে পুলিশের কর্তব্যবোধ নিয়েও! এই যাবতীয় সমালোচনা আর প্রশ্নের জবাব দিয়েছে সাম্প্রতিক একটি ভিডিও।

কুর্ণিশ ! দুর্যোগের বৃষ্টিতে ভিজেও কর্তব্যে অবিচল মুম্বইয়ের এই পুলিশ কর্মী, দেখুন ভিডিও

ভিডিওতে দেখা যাচ্ছে, প্রবল বর্ষণে বিপর্যস্ত মুম্বইয়ের রাস্তা। বিপর্যস্ত ট্রাফিক পরিষেবা। সন্ধ্যের বৃষ্টিতে ক্লান্ত ঘরে ফিরতে চাওয়া মানুষ। কিন্তু তাঁদের সকলকে সুষ্ঠুভাবে ঘরে পৌঁছে দিতে নিজের কর্তব্যে অবিচল এক ট্রাফিক পুলিশ কর্মী । দুর্যোগের বৃষ্টি মাথায় নিয়ে তিনি ভিজে চলেছেন অবিরত। তার মধ্যেও তিনি দক্ষতার সঙ্গে সামলে যাচ্ছেন বৃষ্টি বঘ্নিত ট্রাফিক। এই পুলিশকর্মীর কর্তব্যবোধ যতটা গর্বের উদ্রেক করে , ততটাই ঈর্ষণীয়। এমনই মত সোশ্যাল মিডিয়ার। ক্রমেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিওটি। আর গোটা দেশ কুর্ণিশ জানিয়েছে এই পুলিশ কর্মীকে।

[আরও পড়ুন:বৃষ্টি বিপর্যস্ত মুম্বই, জারি সতর্কতা , কীভাবে ভাসল মায়ানগরী দেখুন ভিডিও-তে ][আরও পড়ুন:বৃষ্টি বিপর্যস্ত মুম্বই, জারি সতর্কতা , কীভাবে ভাসল মায়ানগরী দেখুন ভিডিও-তে ]

৪ জুনের এই ভিডিও-তে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হতেই , জানতে পারা যায় ওই ট্রাফিক পুলিশ কর্মীর নাম। ট্রাফিক কনস্টেবল নন্দকুমার ইঙ্গলে রাতারাতি চলে আসেন লাইমলাইটে। আধঘণ্টার প্রবল বৃষ্টিতে মুম্বইয়ের আকুরলি রোডে , ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে কান্দিভেলিতে সেই সন্ধ্যেতে কর্তব্যে অবিচসল ছিলেন এই ট্রাফিক পুলিশ কর্মী নন্দ কুমার। যাঁকে আজ গোটা দেশ কুর্ণিশ জানাচ্ছে। গত ২৩ বছর ধরে মুম্বই পুলিশের কর্মী তিনি। তিনি জানিয়েছেন, এই রকম একটা সময়ে গায়ে রেনকোট চাপানোর মত সময় ছিল না তাঁর কাছে। প্রচণ্ড ট্রাফিক ছিল সেখানে । ফলে ওয়ালেট আর ফোন ওয়ার্ডেনের কাছে জমা দিয়ে তিনি নিজের কর্তব্যে অবিচল ছিলেন।

[আরও পড়ুন:মাত্র ৩০ মিনিটের বৃষ্টিতে ভাসল মুম্বই ,আগামী ৪৮ ঘণ্টার পূর্বাভাস কী বলছে ][আরও পড়ুন:মাত্র ৩০ মিনিটের বৃষ্টিতে ভাসল মুম্বই ,আগামী ৪৮ ঘণ্টার পূর্বাভাস কী বলছে ]

English summary
Mumbai Traffic Constable Nandkumar Ingle Stood in Heavy Rain To Manage Traffic .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X