For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিড মোকাবিলায় মহিলাদের অ্যান্টিবডির সংখ্যা বেশি, দাবি মুম্বইয়ের নতুন সেরো সমীক্ষার

কোভিড মোকাবিলায় মহিলাদের অ্যান্টিবডির সংখ্যা বেশি, দাবি মুম্বইয়ের নতুন সেরো সমীক্ষার

  • |
Google Oneindia Bengali News

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই গোটা দেশ জুড়ে ত্রাহি ত্রাহি রব। এমন পরিস্থিতিতে প্রাণদায়ী বিভিন্ন চিকিৎসা সরঞ্জামে অভাব দেশের স্বাস্থ্য পরিকাঠামোকে প্রশ্নের মুখে রেখেছে। এদিকে, মহারাষ্ট্রে করোনা গ্রাফ লকডাউনের মাঝে খানিকটা নামতেই মুম্বইয়ের পুরসভর সেরো সমীক্ষায় উঠে এসেছে বড় তথ্য।

মুম্বইয়ের সেরো সমীক্ষা

মুম্বইয়ের সেরো সমীক্ষা

বৃহন্মুম্বই পুরসভার একটি সেরো সমীক্ষা বলছে , মহারাষ্ট্রে বস্তি এলকার থেকে বেশি কোভিড সংক্রমণ ছড়িয়েছে বাইরের এলাকাগুলিতে। দেখা যাচ্ছে বস্তি এলাকার বাইরের অঞ্চল থেকে করোনায় বেশি আক্রান্তের সংখ্যা রয়েছে।

সেরো সমীক্ষা ও মুম্বই

সেরো সমীক্ষা ও মুম্বই

সেরো সমীক্ষা হল, একটি নির্দিষ্ট অ্যান্টিবডির জন্য রক্তপীক্ষায় পজিটিভ রিপোর্টকে কেন্দ্র করে একটি সমীক্ষার ফলাফলে অবতীর্ণ হওয়া। আর সেই নিরিখে দেখা গিয়েছে মুম্বইতে সেরো পজিটিভিটির নিরিখে পুরুষদের থেকে মহিলারা এগিয়ে। মায়ানগরীতে মহিলাদের সেরো পজিটিভিটি ৩৭.১২ শতাংশ। সেখানে পুরুষদের সেরো পজিটিভিটি ৩৫.০১২ শতাংশ।

মহিলাদের অ্যান্টিবডি ও সোরো সমীক্ষা

মহিলাদের অ্যান্টিবডি ও সোরো সমীক্ষা

মহিলাদের সেরো পজিটিভিটির শতাংশ যেহেতু পুরুষদের থেকে বেশি, তাই অ্যান্টিবডির বিচারে পুরুষদের তুলনায় মহিলাদের দেহে অ্যান্টিবডি বেশি রয়েছে। এমনই বলছে সমীক্ষা।

বস্তি এলাকায় সেরো সমীক্ষা

বস্তি এলাকায় সেরো সমীক্ষা

এদিকে, বৃহন্মুম্বইয়ের সেরো সমীক্ষা বলছে , শহরের বাকি এলকার তুলনায় বস্তি এলাকায় সেরো পজিটিভিটি অনেকটাই বেশি। দেখা গিয়েছে, ৪১.৬১ শতাংশ সেরো পজিটিভিটি রয়েছে বস্তি এলাকায়। এদিকে, ৩৬.৩০ শতাংশ সেরো পজিটিভিটি পাওয়া গিয়েছে মুম্বইয়ের ২৪ টি ওয়ার্ডের নাগরিকদের রক্তের নমুনায়।

করোনা পরিস্থিতি

করোনা পরিস্থিতি

এদিকে ভারতে গত ২৪ ঘন্টায় দেশে করোনা কাটিয়ে মুক্ত হয়েছেন ২,১৭,১১৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ১,৬৯,৬০,১৭২ জন। ১৩০ কোটির দেশে করোনা কাটিয়ে মোট সুস্থ হয়েছেন, ১৪০৮৫১১০ জন। মোট মৃতের সংখ্য়া ১৯২৩১১ জন। ২৫ এপ্রিল যে পরিসংখ্যান পেশ করা হয়েছে করোনা পরিস্থিতির জেরে, তাতে দেশে মোট অ্যাক্টিভ কেস ২৫ লাখের অঙ্ক পার করেছে। দেখা যাচ্ছে পরিসংখ্যানের নিরিখে এই অঙ্ক, ২৬,৮২,৭৫১ জন।

English summary
Mumbai's Sero Survey says Women have more antibodies to fight Covid-19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X