For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের বিমান অপহরণ করে পাক অধিকৃত কাশ্মীরে নেওয়ার হুমকি, দিল্লিগামী বিমানের জরুরি অবতরণ আহমেদাবাদে

অপহরণের আশঙ্কার জেরে জেট এয়ারওয়েজের দিল্লিগামী মুম্বইয়ের বিমান পথ ঘুরিয়ে নামিয়ে আনা হল আহমেদাবাদে।

  • |
Google Oneindia Bengali News

অপহরণের আশঙ্কার জেরে জেট এয়ারওয়েজের দিল্লিগামী মুম্বইয়ের বিমান পথ ঘুরিয়ে নামিয়ে আনা হল আহমেদাবাদে। এদিন সকালেই হুমকির খবর সামনে আসে। তার জেরে যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জরুরি অবতরণ করানো হয়েছে।

ভারতের বিমান অপহরণ করে পাক অধিকৃত কাশ্মীরে নেওয়ার হুমকি, দিল্লিগামী বিমানের জরুরি অবতরণ আহমেদাবাদে

জেট এয়ারওয়েজের বিমান ৯ডব্লিউ৩৩৯ মুম্বই থেকে দিল্লি যাওয়ার কথা ছিল। সেটা নিয়েই হুমকি চিঠি আসে। বলা হয়, জেটের বিমানটি অপহরণকারীতে ভরা। বিমানটিকে দিল্লিতে না নিয়ে পাক অধীকৃত কাশ্মীরে নিয়ে যাওয়া হবে।

শুধু তাই নয়, হুমকিতে বলা হয়, চিঠিটাকে কেউ মজাচ্ছলে নিলে ভুল করবে। এছাড়া দিল্লি বিমানবন্দরের কার্গো এলাকায় বিস্ফোরক বোঝাই রয়েছে ও তা যেকোনও সময় ফাটবে বলেও হুমকি দেওয়া হয়েছে।

এই হুমকি পাওয়ার পরই জেটের বিমানটিকতে আহমেদাবাদে জরুরি অবতরণ করানো হয়। রাত ২টো ৫৫ মিনিটের বিমান ছিল মুম্বই থেকে। তা আহমেদাবাদে নামে ভোর ৩টে ৫০ মিনিট নাগাদ। তারপরে ভোর ৪টে ২৫ মিনিট নাগাদ সব যাত্রীকে সুরক্ষিত বের করে আনা হয়।

English summary
Mumbai-Delhi Jet Airways flight diverted after threat to 'hijack' plane found onboard
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X