For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অখিলেশের 'সংসারে' ভাঙন ধরালেন যোগী! বুধের সকালে বিজেপি দফতরে বড় চমক

গত কয়েকদিন ধরে লাগাতার যোগী আদিত্যনাথের সংসার ভেঙেছেন সমাজবাদী সুপ্রিমো অখিলেশ! এবার পালটা খেলা বিজেপির। একেবারে অখিলেশের ঘরে ভাঙন ধরালেন উত্তরপ্রদেশের বিজেপি নেতারা। বিজেপিতে যোগ দিচ্ছেন Aparna Yadav।

  • |
Google Oneindia Bengali News

গত কয়েকদিন ধরে লাগাতার যোগী আদিত্যনাথের সংসার ভেঙেছেন সমাজবাদী সুপ্রিমো অখিলেশ! এবার পালটা খেলা বিজেপির। একেবারে অখিলেশের ঘরে ভাঙন ধরালেন উত্তরপ্রদেশের বিজেপি নেতারা। বিজেপিতে যোগ দিচ্ছেন Aparna Yadav।

সমাজবাদী (SP) পার্টির বর্ষীয়ান নেতা মুলায়ম সিং যাদবের (Mulayam Singh Yadav) ছোট বউমা অপর্না।

বুধের সকালে বিজেপি দফতরে বড় চমক

আগামিকাল বুধবার ১০ টার সময়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাত ধরে বিজেপিতে যোগ দেবেন। থাকবেন ডেপুটি সিএম কেশব প্রসাদ মৌর্য সহ একাধিক বিজেপির শীর্ষ নেতৃত্ব। বিজেপিতে অপর্নার যোগ সপার কাছে বড়সড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিকমহল।

উল্লেখ্য গত কয়েকদিন ধরে উত্তরপ্রদেশের রাজনীতিতে অপর্নার নাম শোনা যাচ্ছিল। এমনকি তিনি দলবদল করতে পারেন বলেও শোনা যাচ্ছিল। আর এই অবস্থায় সেই জল্পনাই কার্যত সত্যি হতে চলল। সম্প্রতি বিজেপির তিন মন্ত্রী সহ বেশ কয়েকজন বিধায়ক সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন। কার্যত একের পর এক ধাক্কা বিজেপিতে। একের পর এক বিজেপি নেতার যোগদানের পর অখিলেশের হুঁশিয়ারি, ২০২২ সালে পরিবর্তন দেখবে উত্তরপ্রদেশ।

আর সেদিকে তাকিয়ে বিজেপি তাঁদের রণকৌশল বদলেছে। গত কয়েকদিনে দফায় দফায় বিজেপি বৈঠক করেছে। কোর কমিটির সদস্যরা এই বৈঠকে যোগ দিয়েছেন।

এমনকি খোদ অমিত শাহও এই বৈঠকে ভার্চুয়ালের মাধ্যমে উপস্থিত থেকেছেন। আর সেখানে প্রার্থী সহ প্রচার একাধিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, এই বৈঠকেই অপর্না যাদবকে দলে নেওয়ার জন্যে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যাচ্ছে।

জানা গিয়েছে, যাদব পরিবারের গুরুত্বপূর্ণ একজন সদস্য অপর্না। মুলায়ম সিং যাদবের ছোট বউমা এবং অখিলেশের ছোট ভাই প্রতীক যাদবের স্ত্রী অপর্না।

অপর্না এর আগে ২০১৭ সালে বিধানসভা নির্বাচন লড়েছে। আর সেই সময় সমাজবাদী পার্টির টিকিটে লখনউয়ের একটা গুরুত্বপূর্ণ আসন থেকে লড়াই করেছিল। কিন্তু বিজেপির কাছে জোর ধাক্কা খান তিনি। অপর্নার জন্যে অখিলেশ যাদব প্রচারে নেমেছিল। কিন্তু বিজেপি ঝড়ে দাঁড়াতেই পারেনি অপর্না।

সম্প্রতি অপর্না সমাজবাদী পার্টিতে থেকেও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একাধিকবার প্রসংসা করেছেন। এমনকি উত্তরাখন্ডে থাকাকালীন একাধিকবার অপর্নাকে যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা গিয়েছে। ফলে তাঁর যোগদান নতুন কিছু নয় বলেই মনে করছে সে রাজ্যের রাজনৈতিকমহল!

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের গুরুত্বপূর্ণ কোনও একটি আসন থেকে এবার অপর্না যাদব বিজেপির হয়ে দাঁড়াতে চলেছেন। এখন দেখার অপর্না রাম-রাজ্যে কতটা খেলা ঘোরাতে পারেন।

English summary
Mulaayam singh's daughter in law will join BJP on Wednesday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X