For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২১ সালেও ভারতীয় কোটিপতিদের তালিকায় শীর্ষে মুকেশ আম্বানি, দ্বিগুণ হল সম্পত্তির পরিমাণ

২০২১ সালেও ভারতীয় কোটিপতিদের তালিকায় শীর্ষে মুকেশ আম্বানি, দ্বিগুণ হল সম্পত্তির পরিমাণ

  • |
Google Oneindia Bengali News

গতবছর করোনাকালীন মন্দা দশায় যখন ধুঁকছে গোটা পৃথিবী। তখন যেন ক্রমেই ফুলেফেঁপে উঠেছে রিলায়েন্সের ভাঁড়ার। নতুন বছরেও তাতে ছেদ পড়ল। ২০২১ সালেও ভারতীয় কোটিপতিদের তালিকায় শীর্ষস্থান দখল করে রইলেন ভারতের ধনীতম শিল্পপতি রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি।

ফোর্বস তালিকায় আর কোন কোন ভারতী ?

ফোর্বস তালিকায় আর কোন কোন ভারতী ?

অন্যদিকে সদ্য প্রকাশিত ফোর্বস তালিকায় মুকেশের পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি।বিশ্বের বড় বড় ধনকুবেরদের তালিকায় বরাবরই উপরের দিকে থেকেছেন রিল্যায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি। বর্তমানে বিশ্বের মধ্যে ৩৫ কোটিপতির তালিকায় তাঁর স্থান দশম। তালিকায় রয়েছেন আরও একাদিক ভারতীয় ধনকুবের।

 কত সম্পত্তি রয়েছে আম্বানীর ?

কত সম্পত্তি রয়েছে আম্বানীর ?

ফোর্বস বলছে বর্তমানে অম্বানীর মোট স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ৬ লক্ষ ২৫ হাজার কোটি টাকা। অন্য দিকে আদানির সম্পত্তির পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লক্ষ ৭৩ হাজার কোটি টাকা। এদিকে ভারতীয় ধনকুবেরদের তালিকায় আদানির পরেই তৃতীয় স্থানে রয়েছেন শিব নাদার। এইচসিএল টেকনোলজিক-এর মালিক শিব নাদার বর্তমানে ২৩.৫ বিলিয়নের মালিক বলে জানা যাচ্ছে।

শেয়ারেই লক্ষ্মী লাভ

শেয়ারেই লক্ষ্মী লাভ

শিব নাদারের পরেই চতুর্থ স্থানে রয়েছেন রিটেল ও ইনভেস্টমেন্টে অন্যতম রাধাকৃষ্ণ দামানি। রাধাকৃষ্ণ দামানির পরেই পঞ্চম স্থানে রয়েছেন কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের মালিক উদয় কোটাক। এদিকে গত ১ বছরে ভারতে সেনসেক্সে ৭৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হয়েছে। শেয়ার বাজারের এই বৃদ্ধির প্রভাইব ভারতের শিল্পপতিদের সম্পত্তির বৃদ্ধিতেও দেখা গিয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের।

 জিও থেকে কত আয় করল রিলায়েন্স

জিও থেকে কত আয় করল রিলায়েন্স

এদিকে গত ১ বছরে শুধুমাত্র জিও থেকেই প্রায় ২ লক্ষ ৫৯ হাজার কোটি টাকা আয় করেছে রিলায়েন্স। খুচরো ব্যবসাতেও পা রেখেছেন রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান। ছাপ রেখেছেন ই-কমার্সেও। এমনকী ডিজিট্যাল দুনিয়াতেও তরতরিয়ে সাফল্যের মুখ দেখেছে রিলায়েন্স। অবশ্য শুধুমাত্র ভারতেই নয়, গোটা বিশ্বজুড়েই করোনাকালে শিল্পপতিদের সম্পত্তির ব্যাপক বৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে ফোর্বস।

English summary
Mukesh Ambani topped the list of Indian billionaires , Indian Forbes list at a glance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X