For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকেশ আম্বানির সম্পত্তি ইউরোপের কোনও একটি দেশের জিডিপি-র সমান!

মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ ২২০০ কোটি মার্কিন ডলারেরও বেশি (১ ডলার = ৬৬.৮৭ টাকা)। মুকেশের এই সম্পত্তি উত্তর ইউরোপের দেশ এস্তোনিয়ার মোট জিডিপি-র সমান বলে জানিয়েছে ফোর্বস ম্যাগাজিন।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২১ অক্টোবর : গত ৯ বছর ধরে একটানা ভারতের সবচেয়ে ধনী ব্যক্তির শিরোপা পেয়ে আসছেন মুকেশ আম্বানি। আপাতত তাঁর সম্পত্তির পরিমাণ ২২০০ কোটি মার্কিন ডলারেরও বেশি (১ ডলার = ৬৬.৮৭ টাকা)। মুকেশের এই সম্পত্তি উত্তর ইউরোপের দেশ এস্তোনিয়ার মোট জিডিপি-র সমান বলে জানিয়েছে ফোর্বস ম্যাগাজিন।

একইসঙ্গে জানা গিয়েছে, ভারতের চতুর্থ ধনবান ব্যক্তি আজিম প্রেমজীর ১৫০০ কোটি মার্কিন ডলারের সম্পত্তি আফ্রিকার দেশ মোজাম্বিকের জিডিপি-র (১৪৭০ কোটি ইউএসডি) চেয়ে বেশি।

মুকেশ আম্বানির সম্পত্তি ইউরোপের কোনও এক দেশের জিডিপি-র সমান!

ফোর্বস জানিয়েছে, সান ফার্মার মালিক দিলীপ সাংভী ভারতের দ্বিতীয় ধনবান ব্যক্তি। তাঁর সম্পত্তির পরিমাণ ১৬৯০ কোটি মার্কিন ডলার। তৃতীয় স্থানে থাকা হিন্দুজা পরিবারের মোট সম্পত্তির পরিমাণ ১৫২০ কোটি মার্কিন ডলার। পঞ্চম স্থানে রয়েছেন পালোনজী মিস্ত্রি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৩৯০ কোটি মার্কিন ডলার।

জানা গিয়েছে, ২০১৫ সালে যেখানে ভারতের সেরা ১০০ ধনী ব্যক্তির মোট সম্পত্তির পরিমাণ ছিল ৩৪৫০০ কোটি মার্কিন ডলার, সেখানে এবছর তা বেড়ে হয়েছে ৩৮১০০ কোটি মার্কিন ডলার। গতবছরে যারা প্রথম দশে ছিলেন, এবছরও তাঁদের বেশিরভাগইউ রয়েছেন প্রথম দশে, তবে কয়েকজনের জায়গা অদলবদল হয়েছে।

ফোর্বস জানিয়েছে, ফ্লিপকার্ট কর্তা শচীন ও বিনি বনসল এবছর তাদের তালিকা থেকে সরে গিয়েছেন। তাদের বদলে জায়গা পেয়েছেন তুরাখিয়া ব্রাদার্স ও আচার্য বালকৃষ্ণের মতো নতুন মুখ।

English summary
Mukesh Ambani's wealth at $22.7 billion equals Estonia's GDP: Forbes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X