For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের জিও-তে বিদেশি বিনিয়োগ! মুকেশ আম্বানির সংস্থায় ৯ হাজার কোটি ঢালল মুবাদালা

Google Oneindia Bengali News

আবারও জিও-তে বিনিয়োগ বিদেশি সংস্থার৷ জিও প্ল্যাটফর্মে এবার ৯০৯৩.৬০ কোটি টাকা বিনিয়োগ করবে আবু ধাবির মুবাদালা৷ জিও-র ১.৮৪ শতাংশ শেয়ারের পরিবর্তে বিনিয়োগ করবে ওই সংস্থা৷ জিও সংস্থার তরফে জানানো হয়েছে, ছোটো-বড় যে কোনও পেশার সঙ্গে যুক্ত মানুষকে সঙ্গে নিয়ে একটি ডিজিটাল ভারত গড়ে তোলা তাদের লক্ষ্য৷ সেই লক্ষ্য সফল করার চেষ্টা করা হচ্ছে ৷ এই লক্ষ্য পূরণ হলে সবাই সুফল পাবে৷

বিনিয়োগকারী মুবাদালার ব্যাকগ্রাউন্ড

বিনিয়োগকারী মুবাদালার ব্যাকগ্রাউন্ড

মুবাদালা একটি বৈদেশিক সংস্থা যা ২২৯ বিলিয়ন অ্যামেরিকান ডলারের অধিকারী৷ সংস্থাটি প্রধানত ৫ টি মহাদেশে ধাতু খনন, জ্বালানি, তেল ও গ্যাস, পেট্রোকেমিকেলস, ইউটিলিটিস, স্বাস্থ্যসেবা, রিয়েল এস্টেট, ফার্মাসিউটিকেলস ও মেডিকেল প্রযুক্তি-সহ একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করে থাকে। আজ জিও-র তরফে জানানো হয়, এই বিনিয়োগের পাশাপাশি গত ৬ সপ্তাহে ফেসবুক, সিলভার লেক, ভিসতা ইকুইটি পার্টনার, জেনারেল অ্যাটল্যান্টিক , কেকেআর ও মুবাদালা সংস্থা মিলিয়ে মোট ৮৭,৬৫৫ কোটি টাকার বিনিয়োগ পেয়েছে জিও৷

নতুন বিনিয়োগের বিষয়ে মুকেশ আম্বানির বক্তব্য

নতুন বিনিয়োগের বিষয়ে মুকেশ আম্বানির বক্তব্য

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মুকেশ আম্বানি৷ তিনি বলেন, তিনি এই বিনিয়োগের মাধ্যমে ওই সংস্থার অভিজ্ঞতা ও অন্তর্দৃষ্টি থেকে লাভবান হওয়ার অপেক্ষায় রয়েছেন।

ডিজিটাল ভারত গড়ার বার্তা

ডিজিটাল ভারত গড়ার বার্তা

তাঁর কথায়, 'আমি খুবই আনন্দিত যে মুবাদালা, বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় সংস্থা জিও-তে বিনিয়োগ করছে৷ ভারতকে ডিজিটাল দেশ করে তোলার পথে চালিত করার জন্য আমাদের যাত্রায় অংশ নিচ্ছে৷ আবুধাবির সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্কের জন্য আমি মুবাদালার কাজের প্রভাব দেখেছি৷'

জিও সম্পর্কে মুবাদালার বক্তব্য

জিও সম্পর্কে মুবাদালার বক্তব্য

অন্যদিকে, মুবাদালা ইনভেস্টমেন্ট সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ সিইও খালদুন আল মোবারক বলেন, 'আমরা দেখেছি জিও কীভাবে ইতিমধ্যেই ভারতে যোগাযোগ ও যোগাযোগ মাধ্যমের রূপান্তর করেছে৷ একজন বিনিয়োগকারী ও অংশীদার হিসাবে, আমরা ভারতের ডিজিটাল যাত্রায় সমর্থনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, এই প্ল্যাটফর্ম সংস্থা ডিজিটাল অর্থনীতির বিকাশকে আরও এগিয়ে নিয়ে যাবে।'

<strong>বিশ্ব পরিবেশ দিবসে দেশবাসীর প্রতি বিশেষ আবেদন প্রধানমন্ত্রীর! করোনা আবহে কী বললেন মোদী?</strong>বিশ্ব পরিবেশ দিবসে দেশবাসীর প্রতি বিশেষ আবেদন প্রধানমন্ত্রীর! করোনা আবহে কী বললেন মোদী?

English summary
mubadala invests 9093 crores in reliance jio to buy 1.84 percent share of mukesh ambani's venture
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X