For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার মোকাবিলায় মোদী গড় গুজরাতে মসজিদ এখন ৫০ বেডের সেফ হোম, রমজানের মাসে ভাল কাজ, বলছে ট্রাস্টি বোর্ড

দেশের করোনা (coronavirus) পরিস্থিতি ভয়াবহ। সব থেকে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির মধ্যে রয়েছে মোদী-অমিত শাহের গুজরাত (gujarat) । সেই গুজরাতেই এক মসজিদকে (mosque) সেফ হোমে রূপান্তরিত করা হল। মসজিদের ট্রাস্টির তরফে জানানো হ

  • |
Google Oneindia Bengali News

দেশের করোনা (coronavirus) পরিস্থিতি ভয়াবহ। সব থেকে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির মধ্যে রয়েছে মোদী-অমিত শাহের গুজরাত (gujarat) । সেই গুজরাতেই এক মসজিদকে (mosque) সেফ হোমে রূপান্তরিত করা হল। মসজিদের ট্রাস্টির তরফে জানানো হয়েছে, অক্সিজেন এবং হাসপাতালের বেডের অপ্রতুলতার কারণে মসজিদকে ৫০ বেডের সেফ হোম করা হয়েছে।

রমজানের মাসে ভাল কাজ

রমজানের মাসে ভাল কাজ

রমজানের মাসে মানুষদের জন্য ভাল কাজের নজির। গুজরাতের ভদোদরার জাহাঙ্গিরপুরায় একটি মসজিদকে ৫০ বেডের সেফ হোমে রূপান্তির করা হয়েছে। হাসপাতালের বেডের অপ্রতুলতার কারণেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে মসজিদের ট্রাস্টিদের তরফে।

গুজরাতের হাসপাতালের বাইরে অ্যাম্বুল্যান্সের ভিড়

গুজরাতের হাসপাতালের বাইরে অ্যাম্বুল্যান্সের ভিড়

সম্প্রতি গুজরাতে সিভিল হাসপাতালের বাইরে করোনা রোগীদের নিয়ে অ্যাম্বুলেন্সের লম্বা লাইন সকলের চোখে পড়েছে। রাজ্য সরকারের তরফে অবশ্য জানানো হয়েছিল পরিস্থিতি সামাল দিতে সিভিল হাসপাতাল দক্ষতার সঙ্গে কাজ করেছে। রোগীদের ভর্তিও করানো হয়েছে। আসারভা এলাকায় সিভিল হাসপাতাল ক্যাম্পাসকে ১২০০ বেডের কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে।

হাইকোর্টে অতিমারী নিয়ে শুনানি

হাইকোর্টে অতিমারী নিয়ে শুনানি

অন্যদিকে রাজ্যের অতিমারী পরিস্থিতি নিয়ে শুনানির সময় গুজরাত হাইকোর্ট বলেছে, সিভিল হাসপাতালের সামনে ৪০ টি অ্যাম্বুল্যান্সকে সারি দিয়ে দাঁড়াতে দেখে গিয়েছে। হাইকোর্টের তরফে সংবাদ মাধ্যমের রিপোর্টকেও তুলে ধরা হয়েছে। প্রসঙ্গত মিডিয়া রিপোর্টে বলা হয়েছিল হাসপাতালে বেড না থাকায় রোগীদের নিয়ে অ্যাম্বুল্যান্স লাইন দিয়েছিল হাসপাতালে বাইরে।

করোনায় গুজরাতের পরিস্থিতি

করোনায় গুজরাতের পরিস্থিতি

গত ২৪ ঘন্টায় গুজরাতে ১১,৪০৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। মৃত্যু হয়েছে ১১৭ জনের। গুজরাতের এই প্রথমবার আক্রান্তের সংখ্যা ১১ হাজার পেরিয়ে গেল। গুজরাতে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪,১৫, ৯৭২ জন।

মমতার সভার আগে সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদ, বোমার ঘায়ে মৃত ১ কংগ্রেসকর্মী, বিস্ফোরক অধীরমমতার সভার আগে সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদ, বোমার ঘায়ে মৃত ১ কংগ্রেসকর্মী, বিস্ফোরক অধীর

English summary
Mosque in Vadodara in Gujarat has turned into 50 bed Covid-19 facility as shortage of bed in hospital
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X