For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৬/১১ মুম্বই হামলার ৯ বছর পর মোশে আসছে নরিম্যান হাউসে

২০০৮ সালের মুম্বই হামলায় প্রাণ হারিয়েছিলেন মোশে হল্টৎবার্গের বাবা-মা। ছোট্ট মোশে তখন সেভাবে কিছুই বোঝার মতো অবস্থায় ছিল না। সেই হামলার পরিবার হারালেও মোশে বেঁচে গিয়েছিল।

  • |
Google Oneindia Bengali News

২০০৮ সালের মুম্বই হামলায় প্রাণ হারিয়েছিলেন মোশে হল্টৎবার্গের বাবা-মা। ছোট্ট মোশে তখন সেভাবে কিছুই বোঝার মতো অবস্থায় ছিল না। সেই হামলার পরিবার হারালেও মোশে বেঁচে গিয়েছিল। ইসরায়েলের সেই মোশে এখন কিশোর হয়েছে। ফের একবার ভারত সফরে এসে মুম্বই হামলায় ক্ষতিগ্রস্ত নরিম্যান হাউস ঘুরে দেখবে সে।

২৬/১১ মুম্বই হামলার ৯ বছর পর মোশে আসছে নরিম্যান হাউসে

নয় বছর আগে মোশের বয়স ছিল মাত্র ২ বছর। তার বাবা-মা রাব্বি গ্যাব্রিয়েল হল্টৎবার্গ ও রিভিকা পাকিস্তান জঙ্গিদের গুলিতে প্রাণ হারান। সেই ঘটনায় মোট ১৬৬জনের প্রাণ গিয়েছিল।

মোশে এবার আসছে দাদু-দিদার সঙ্গে। দাদু শিমন রোসেনবার্গ বলেছেন, এদিন মঙ্গলবার মুম্বইয়ে তাঁরা আসছেন। ভারতে ফের আসতে পেরে তাঁরা খুশি বলেও ব্যক্ত করেছেন। দুদিন থেকে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুর সঙ্গে আগামী ১৯ জানুয়ারি দেশে ফিরে যাবে মোশে।

গত জুলাইয়ে ইসরায়েল সফরের সময়ই মোশের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেসময়ই বলে আসেন, যেকোনও সময় ভারতে চাইলে আসতে পারে মোশে। সে নিজেও জানিয়েছিল, বড় হয়ে সে মুম্বই যেতে চায়। এবং বুড়ো বয়সে সে মুম্বইয়ে থাকতে চায়। আপাতত ভারতে আসার স্বপ্ন পূরণের পথে ছোট্ট ইসরায়েলি নাগরিক।

English summary
Moshe Holtzberg to visit Nariman House 9 years after 26/11 Mumbai terror attack
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X