For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাইকে বাচ্চা থাকলে Crash Helmet বাধ্যতামূলক! তোলা যাবে না ৪০ এর বেশি স্পিড

বাইকে বাচ্চা থাকলে Crash Helmet বাধ্যতামূলক! তোলা যাবে না ৪০ এর বেশি স্পিড

  • |
Google Oneindia Bengali News

বাইক চালকদের জন্যে গুরুত্বপূর্ণ এই খবর। এবার থেকে বাইকের সামনে কিংবা পিছনে বাচ্চাকে বসালেই পরাতে হবে হেলমেট। এমনটাই নির্দেশিকা জারি করেছে ট্রান্সপোর্ট মিনিস্ট্রি। মন্ত্রকের তরফে জারি করা নির্দেশিকা অনুসারে যদি চার বছরের কোনও বাচ্চা বাইকে বসে তাহলে তাঁকে Crash Helmet পড়াতেই হবে। শুধু তাই নয়, আরও একগুচ্ছ নির্দেশিকা আজ জারি (Road Safety Rules) করা হয়েছে। নয়া এই নিয়ম আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৩ সাল থেকে লাগু (MoRTH New Rules) হবে।

কি নিয়ম লাঘু করা হয়েছে

কি নিয়ম লাঘু করা হয়েছে

অনেক সময়েই নজর আসে যে বাইক আরোহীরা তাঁদের বাচ্চাকে সামনে কিংবা পিছানো বসিয়ে ঘুরে বেড়ান। কিন্তু তাঁদের মাথায় কোনও হেলমেট থাকে না। ফলে এতে যে কোনও মুহূর্তে অঘটন ঘটতে পারে বলে আশঙ্কা। পুরো বিষয়টি পরিবহনমন্ত্রকের নজরে এসেছে। আর তা আসা মাত্রই নয়া এই নিয়ম লাঘু করা হয়েছে। এক নজরে কি নিয়ম লাঘু করা হয়েছে তা এই প্রতিবেদনে তুলা ধরা হল-

1- পড়তেই হবে Crash Helmet

1- পড়তেই হবে Crash Helmet

চার বছরের কোনও বাচ্চা যদি বাইক কিংবা স্কুটারে বসে তো তাঁকে Crash Helmet দিয়ে মাথা ঢাকতে হবে। Crash Helmet উন্নত মানের একটি হেলমেট। যার সাহায্যে বাচ্চার মাথা সম্পূর্ণ ভাবে কভার করা থাকে। বড়সড় ক্ষতি আটকে দেওয়াও সম্ভব। শুধুমাত্র টুপির মতো যে সমস্ত হেলমেট অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলির আর ব্যবহার করা যাবে না। সুরক্ষার দিকে তাকিয়েই এহেন নির্দেশিকা জারি করা হয়েছে।

পরিবহণ মন্ত্রকের তরফে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে টুইট করা হয়েছে।

 প্রয়োজন রয়েছে safety harness-এর

প্রয়োজন রয়েছে safety harness-এর

যদি বাচ্চা বাইক চালকের পিছনে বসে তাহলে তাঁর সুরক্ষার জন্যে সবরকম প্রস্তুতি থাকাটা প্রয়োজনীয়। safety harness-এর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। যাতে কোনও ভাবে বাচ্চা পিছন থেকে পড়ে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। safety harness- একজন বাচ্চাকে রাইডারের সঙ্গে বেঁধে রাখে। শুধু তাই নয়, ৩০ কিলো পর্যন্ত এটি ওজন তুলতে পারে। যদি আপনিও আপনার বাচ্চাকে পিছনে বসিয়ে বাইকে নিয়ে ঘোরান তাহলে অবশ্যই এই বিষয়টির দিকে নজর রাখতে হবে।

স্পিডেও দাঁড়ি!

যদি বাইক আরোহীর সামনে কিংবা পিছনে কোনও বাচ্চা থাকে তাহলে কখনই ৪০ কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডের বেশি গাড়ি চালানো যাবে না। যদি স্পিড বেশি হয় তাহলে মাঝ রাস্তায় বাচ্চা বাইক থেকে পড়ে যেতে পারে আর বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। সেদিকে তাকিয়েই কার্যত স্পিড মিটারে দাঁড়ি বসিয়ে দিয়েছে কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রক। আর এই সমস্ত জিনিস ফেল করলেও মোটা অঙ্কের জরিমানা তো রয়েছেই।

English summary
MoRTH New Rules: Crash Helmet is compulsory for kids below 4 years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X