For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভয়াবহ বায়ুদূষণের কবলে ভারত! ২০১৯ সালে মৃত্যু ১৬ লক্ষ মানুষের, সদ্যজাত মৃত্যুতেও বাড়ছে উদ্বেগ

২০১৯ সালে ভারতে বায়ু দূষণের কারণে মৃত্যু ১৬ লক্ষ মানুষের

  • |
Google Oneindia Bengali News

করোনাকালে আবারও চিন্তা বাড়াচ্ছে বায়ুদূষণ। সদ্য প্রকাশিত কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক পর্ষদের তথ্য বলছে বিগত কয়েক বছরের তুলনায় ভারতে প্রচুর পরিমামে বেড়েছে বায়ুদূষণের পরিমাণ। অন্যদিকে বায়ু, জল, যানবাহনের দূষণের নিরিখে বিশ্ব মানচিত্রে ক্রমেই উপরেই দিকে উঠে আসছে ভারত।

বড়সড় আশঙ্কার কথা শোনাচ্ছে স্টেট অব গ্লোবাল এয়ারের রিপোর্ট

বড়সড় আশঙ্কার কথা শোনাচ্ছে স্টেট অব গ্লোবাল এয়ারের রিপোর্ট

এমতাবস্থায় সদ্য প্রকাশিত স্টেট অব গ্লোবাল এয়ার বা এসওজিএ-র রিপোর্টেই নতুন করে ছড়াচ্ছে চাঞ্চল্য। এসওজিএ-র সমীক্ষা বলছে, শুধুমাত্র ২০১৯ সালেই বায়ুদূষণ সম্পর্কিত জটিল রোগের কারণে ভারতে প্রায় ১৬.৭ লক্ষ বেশি মানুষের মৃত্যু হয়েছে। দূষণের জেরে স্ট্রোক, হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, ফুসফুসের ক্যান্সার, ফুসফুসের রোগের মাত্রাও বহুল পরিমাণে বেড়েছে বলে জানা যাচ্ছে।

২০১৯ সালেই বায়ুদূষণের কারণে ১ লক্ষ ১৬ হাজার সদ্যজাতের মৃত্যু

২০১৯ সালেই বায়ুদূষণের কারণে ১ লক্ষ ১৬ হাজার সদ্যজাতের মৃত্যু

অন্যদিকে এই ক্ষেত্রে আরও চা়ঞ্চল্যকর তথ্যের কথা শোনাচ্ছে স্টেট অফ গ্লোবাল এয়ার ২০২০ সমীক্ষা। তাতেই দেখা যাচ্ছে গতবছর বায়ুদূষণের কারণে গোটা দেশে অন্তত ১ লক্ষ ১৬ হাজার ভারতীয় সদ্যোজাত শিশুর মৃত্যু হয়েছে। সবথেকে বেশি শারীরিক সমস্যা বেড়েছে প্রবীণদের।

সদ্যজাত মৃত্যুর প্রধান তিন কারণের মধ্য অন্যতম বায়ু দূষণই, জানাচ্ছেন বিশেষজ্ঞরা

সদ্যজাত মৃত্যুর প্রধান তিন কারণের মধ্য অন্যতম বায়ু দূষণই, জানাচ্ছেন বিশেষজ্ঞরা

বুধবার হেলথ এফেক্টস ইনস্টিটিউটের তরফে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে বলে খবর। সেখানেই দেখা যাচ্ছে ভারতে সদ্যজাত মৃত্যু পিছনে প্রধান তিন কারণের মধ্যে প্রসবকালীন সময়ে শিশুর কম ওজন, সময়ের আগে জন্মের সাথে বায়ুদূষণও রয়েছে। এদিকে বর্তমানে দেশে যানবাহনের দূষিত ধোঁয়ার সঙ্গে প্রতিবছর উত্তরপ্রদেশ ও রাজস্থান থেকে ছড়িয়ে পড়া খড়পোড়া বিষাক্ত ধোঁয়াকেও বায়ুদূষণের অন্যতম প্রধান কারণ হিসাবে মনে করচেন বিশেষজ্ঞরা।

 বায়ুদূষণের জেরে ক্যানসার, হৃদরোগ, ডায়াবেটিসের মতো মারণ রোগের বাড়বাড়ন্তও বাড়ছে

বায়ুদূষণের জেরে ক্যানসার, হৃদরোগ, ডায়াবেটিসের মতো মারণ রোগের বাড়বাড়ন্তও বাড়ছে

এদিকে এসওজিএ-র রিপোর্ট স্পষ্টতই জানাচ্ছে বায়ুদূষণের পরিমাণ বেড়ে গেলে খুব স্বাভাবিক ভাবেই বাতাসে ভাসমান ক্ষতিকারণ পিএম ২.৫ কণা এবং বিষাক্ত গ্যাসের পরিমাণও বাড়তে থাকে। আর তাতেই মূলত শ্বাসকষ্ট জনিত একাধিক সমস্যা অনেকটাই বেড়ে য়ায়। ফলে ক্যানসার, হৃদরোগ, ডায়াবেটিসের মতো একাধিক মারণ রোগ থাবা বসাচ্চে মানব শরীরে। এমনকী একাধিক জটিল রোগের নেপথ্যে সরাসরি না হলেও ঘুরপথে বায়ুদূষণেরই হাত রয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

'আইটেম' কাণ্ডে অস্বস্তিতে কংগ্রেস, কমল নাথকে ৪৮ ঘণ্টার 'আল্টিমেটাম' নির্বাচন কমিশনের'আইটেম' কাণ্ডে অস্বস্তিতে কংগ্রেস, কমল নাথকে ৪৮ ঘণ্টার 'আল্টিমেটাম' নির্বাচন কমিশনের

English summary
more-than-16-lakhs-people died in india last year due to air pollution and more than 1 million newborns died
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X