নেহরু, ইন্দিরার পরে মোদী ভারতের তৃতীয় সবচেয়ে সফল প্রধানমন্ত্রী : রামচন্দ্র গুহ
নয়াদিল্লি, ৩০ মার্চ : জওহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধীর পরে ভারতের তৃতীয় সবচেয়ে সফল প্রধানমন্ত্রী হতে চলেছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বনামধন্য ঐতিহাসিক রামচন্দ্র গুহ একথা জানিয়ে বলেছেন, মোদীর সম্মোহন ও আবেদন জাত-ভাষা সমস্তকিছুর গণ্ডীকে ছাপিয়ে গিয়েছে।
নয়াদিল্লি লন্ডন স্কুল অব ইকোনমিক্সের এক আলোচনাসভায় ঐতিহাসিক গুহ বলেন, নরেন্দ্র মোদীক কর্তৃত্ব ও সারা ভারতের প্রতি নজর তাঁকে জওহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধীর সঙ্গে একাসনে বসিয়েছে।

রামচন্দ্র গুহর মতে, ভারতের ইতিহাসে তৃতীয় সবচেয়ে সফল প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদীই। একমাত্র তিনিই নেহরু ও ইন্দিরার সমকক্ষ হতে পেরেছেন এতদিনে। আর কেউ সেই উচ্চতায় পৌঁছতে পারেননি।
নেহরু ও ইন্দিরার পরে আর কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর এতটা কর্তৃত্ব ছিল না যা জাত, ভাষা, আঞ্চলিকতার বাধাকে টপকে এতটা উপরে উঠতে পেরেছে, বলছেন ঐতিহাসিক গুহ।
এর কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহের সমালোচনা করায় হুমকি দেওয়া হয় রামচন্দ্র গুহকে। মোদীকে ইন্দিরা গান্ধী ও অমিত শাহকে সঞ্জয় গান্ধীর সঙ্গে তুলনা করেছিলেন তিনি। তারও আগে ২০১৫ সালে নরেন্দ্র মোদী সরকারকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে নির্বোধ সরকার বলে তোপ দাগেন ঐতিহাসিক গুহা।