For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোমবারে মোদী-পুতিন বৈঠক: আফগানিস্তানি থেকে প্রতিরক্ষা, নজরে একাধিক ইস্যু

সোমবারে মোদী-পুতিন বৈঠক: আফগানিস্তানি থেকে প্রতিরক্ষা, নজরে একাধিক ইস্যু

  • |
Google Oneindia Bengali News

ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। আগামীকাল সোমবার তাঁর ভারতে আসার কথা রয়েছে। লাদাখ সহ সীমান্ত এলাকায় দাদাগিরি চালাচ্ছে বেজিং। ক্রমশ সেনা বাড়াচ্ছে তাঁরা। সেখানে দাঁড়িয়ে ভারতে পুতিনের সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মত রাজনৈতিকমহলের। ২০১৯ সালের নভেম্বর মাসে ব্রিকস সম্মেলনে বৈঠক হয়েছিল মোদী এবং পুতিনের। তারপর ফের এই সাক্ষাত। আর তা হতে চলেছে মুখোমুখি। আফগানিস্তান সহ একাধিক ফোনে কথা হলেও দীর্ঘদিন পর দুই রাষ্ট্রপ্রধানের মুখোমুখি সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। গোটা দেশ এই বৈঠকের দিকে তাকিয়ে। নজর রাখছে বিশ্বও।

সোমবার বিকেলে পুতিন এবং প্রধানমন্ত্রী বৈঠক

সোমবার বিকেলে পুতিন এবং প্রধানমন্ত্রী বৈঠক

জানা যাচ্ছে, রবিবার রাতে দিল্লি পৌঁছে যাবেন রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গে লাভরোভ। শুধু তাই নয়, আসছেন প্রতিরক্ষামন্ত্রী সার্গে শোয়গু। সম্ভবত সোমবার ভোররাতে ঝটিকা সফরে ভারতে পৌঁছবেন পুতিন। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, সোমবার বিকেলে পুতিন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হবে। আর তা হবে সাড়ে ৫ টা থেকে। ফলে এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। ভারত এবং রাশিয়ার মধ্যে সম্পর্ককে আরও মজবুত করতে একাধিক বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে রাত সাড়ে ৯ টায় দিল্লি ছাড়বেন রুশ প্রেসিডেন্ট। দেশ ছাড়ার আগে যৌথ সাংবাদিক বৈঠক করতে পারেন মোদী-পুতিন।

১০ টি চুক্তি হওয়ার সম্ভাবনা

১০ টি চুক্তি হওয়ার সম্ভাবনা

ভারত এবং রাশিয়ার মধ্যে ১০টি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে সেই চুক্তিগুলির মধ্যে যেমন রয়েছে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করা, শিপিং, মহাকাশ, সামরিক প্রযুক্তি এবং অন্যান্য ক্ষেত্রে ভারত-রাশিয়া চুক্তি, বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষাগত ক্ষেত্রে ভারত-রাশিয়ার মধ্যে হতে পারে চুক্তি। এছাড়া সংস্কৃতি সংস্ক্রান্ত বেশ কিছু চুক্তি পুতিনের এই ভারত সফরে হতে পারে। তবে সবকিছুই নির্ভর করছে আগামিকাল বৈঠকের উপরে।

AK-203 assault রাইফেল নিয়ে হতে পারে বড় চুক্তি

AK-203 assault রাইফেল নিয়ে হতে পারে বড় চুক্তি

রাশিয়ার অন্যতম আগ্নেয়াস্ত্র হল AK-203। বিশ্বের অন্যান্য বন্দুকগুলির মধ্যে একটি। গত কয়েকদিন আগেই কেন্দ্র এই রাইফেল ভারতে তৈরি করার ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছে। উত্তর প্রদেশের আমেঠিতে এই রাইফেল তৈরি হবে। এমনটাই সিদ্ধান্ত হয়ে রয়েছে। ভারত এবং রাশিয়া যৌথ ভাবে এই বন্দুক তৈরি করবে। সাড়ে সাত লাখ AK-203 assault রাইফেল তৈরি করা হবে। প্রথম ধাপে রাশিয়া বেশ কিছু AK-203 assault রাইফেল ভারতে পাঠাবে। এরপর ভারতেই তা তৈরি হবে। আর এই সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি পুতিনের উপস্থিতিতেই করতে চায় ভারত।

S-400 মিসাইল হস্তান্তর

S-400 মিসাইল হস্তান্তর

চিনের আস্ফালন রুখতে ভারতের প্রয়োজন S-400-এর মতো মিসাইল সিস্টেম। ইতিমধ্যে সেই ডেলিভারি শুরু হয়ে গিয়েছে। আকাশপথে এবং জল পথে এই মিসাইল সিস্টেম ভারতে আসছে। আর এর মধ্যেই ভারত সফরে পুতিন। ফলে তাঁর এই সফরেই ভারতের হাতে অত্যাধুনিক এই মিসাইল সিস্টেম তুলে দিতে পারেন রুশ প্রেসিডেন্ট। এছাড়াও সামরিক আরও চুক্তি হওয়ার জোর সম্ভাবনা রয়েছে ভারত এবং রাশিয়ার মধ্যে।

করোনা পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে

করোনা পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে

এই মুহূর্তে গোটা বিশ্বই করোনা আতঙ্কে রয়েছে। আর এই অবস্থায় উদ্বেগ বাড়িয়েছে ওমিক্রন। সেখানে দাঁড়িয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারত এবং রাশিয়া কীভাবে কাজ করবে তা নিয়েও পুতিনের সঙ্গে আলোচনা সারতে পারে প্রধানমন্ত্রী মোদী। ইতিমধ্যে ভারতে রাশিয়ার ভ্যাকসিন নিয়ে কাজ চলছে। ওই আলোচনায় আরও বেশ কিছু তথ্য উঠে আসার জোর সম্ভাবনা।

গুরুত্ব পেতে পারে আফগানিস্তান

গুরুত্ব পেতে পারে আফগানিস্তান

আফগানিস্তানের ক্ষমতা তালিবানদের হাতে। সেখানে দাঁড়িয়ে উদ্বেগ বেড়েছে। যদিও এই ঘটনার পরেই পুতিনকে ফোন করেন প্রধানমন্ত্রী মোদী। আফগানিস্তান ইস্যুতে কথা হয় সেই সময়। এবার আঞ্চলিক নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা মোদী-পুতিন হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও বৈঠকে আলোচ্য হতে পারে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ থেকে শুরু করে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টিও।

মন্ত্রীদের মধ্যেও হবে বৈঠক

মন্ত্রীদের মধ্যেও হবে বৈঠক

পুতিন ছাড়াও ভারতে আসছেন রাশিয়ার আরও দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী। আসছেন রাশিয়ার বিদেশমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী। তবে তাঁরা আজ রাতেই ভারতে চলে আসছেন। সোমবার সকালেই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে বসেন সার্গে শোয়গু। সকাল সাড়ে ১১ টায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসবেন রাশিয়ার বিদেশমন্ত্রী। ফলে এই বৈঠকগুলিও যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Narendra modi and Vladimir Putin will meet on Monday in Delhi, will talk about defence, afghanistan and other issues
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X